বন্ধুত্ব, আদর্শ, রাজনীতি আর এই সবের মাঝে গড়ে ওঠা কলেজ জীবনে এক প্রেমের কাহিনি। কিন্তু, সেই প্রেম কলেজের গণ্ডি পেরিয়েই হারিয়ে যায় নাকি কালের গণ্ডি পেরিয়ে হয়ে যায় অক্ষয়? রাহুল-দেবাদৃতার জীবনের সেই গল্প এবার মিউজিক ভিডিওতে। যার উত্তর মিলবে ৮ই আগস্ট।
2/6
নতুন মোড়কে রবি গান
সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'রবে নীরবে' একটি সাহসী ও ব্যতিক্রমী মিউজিক ভিডিও যেখানে রাজনীতি ও কবিতা এক অনন্য মেলবন্ধন। নতুন মোড়কে রবীন্দ্রসংগীতকে পরিবেশন করেছেন পরমিতা বন্দ্যোপাধ্যায়। এই মিউজিক ভিডিওতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে রাহুল দেব বোস ও দেবাদ্রিতা বসু-কে।
3/6
বছর তিনেক পর...
আলোর ঠিকানা ধারাবাহিকে এই জুটির অভিনয় দর্শক পছন্দ করেছিল। এবার সম্পূর্ণ ভিন্ন আবহে ধরা দিতে আসছেন রিয়েল লাইফ কাপল। 'রবে নীরবে'-তে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন দু'জনে। কিন্তু, বর্তমানে রাজনৈতিক মতাদর্শে বিভক্ত, সম্পর্কের টানাপড়েন, আবেগ, এবং আদর্শগত দ্বন্দ্ব একত্রে গেঁথে রয়েছে এই নতুন ভিডিওতে।
Advertisment
4/6
'রবে নীরবে' -এর নেপথ্য কাহিনি
'রবে নীরবে' শুধুমাত্র একটি মিউজিক ভিডিও-ই নয় বরং এক সাংস্কৃতিক বিবৃতি। যেখানে ভালবাসা, বিচ্ছেদ এবং মতাদর্শগত ফারাককে তুলে ধরা হয়েছে দৃষ্টির ভাষা, নীরবতা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন কবিতার মাধ্যমে। চেনা ছকের বাইরে এটি এক অনন্য অভিজ্ঞতা। চোখে দেখার, মনে রাখার, এবং হৃদয়ে অনুভব করার গল্প 'রবে নীরবে'।
5/6
রাহুলের বক্তব্য
'ভালবাসা আর বিচ্ছেদের ক্ষেত্রে রবীন্দ্র রচনাবলী কালজয়ী। প্রত্যেকটা প্রজন্মের যেন মনে হয়, রবীন্দ্রনাথ সেই প্রজন্মের জন্যই গান কবিতা লিখে গিয়েছেন। আমাদের মিউজিক ভিডিও সেই রবীন্দ্রনাথের গানেরই নবীন রূপান্তর । গানটা আপনারা সবাই চিনবেন, 'তুমি রবে নীরবে'। অনেক কারণেই ভিডিওটা আমাদের জন্য স্পেশাল। প্রায় তিন-সাড়ে তিন বছর পর একসঙ্গে আমি আর দেবাদৃতা কাজ করছি। আশা করছি মিউজিক ভিডিওটি মানুষের অনেক ভালবাসা পাবে, সকলের আমাদের কাজ পছন্দ হবে। সর্বোপরি দৃশ্যগুলোও ভাল লাগবে বলে আশাবাদী। আমরা যেভাবে গানটাকে ভেবেছি সেটা ভাল লাগবে বলেই আমরা খুব আশা করে রয়েছি।'
6/6
দেবাদৃতার মন কি বাত
'৮ অগাস্ট আমাদের 'তুমি রবে নীরবে' মিউজিক ভিডিওটা মুক্তি পাচ্ছে। এখনও পর্যন্ত সবাই টিজারকে খুব ভালবেসেছেন। তাই আমরাও ভীষণ অপেক্ষায় রয়েছি। আমার কাছে এই মিউজিক ভিডিওটা আরও বিশেষ কারণ এটা একটা কলেজ প্রেমের গল্প। কলেজ প্রেম আমাদের প্রত্যেকের জীবনেই ভীষণ স্পেশাল আর নস্ট্যালজিক। সবাই যেন মিল খুঁজে পাই আর সেই ব্যাপারটাই আমাকেও ছুঁয়ে গিয়েছে। আমার লুক, রাহুল সহ প্রত্যেকের সঙ্গে বন্ডিং সবকিছু ভারি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমাদের মিষ্টি পরিচালক পারমিতা। আশা করছি সকলের মিউজিক ভিডিওটা খুব ভাল লাগবে। আর এই মিউজিক ভিডিওটা দেখে কারোও যদি নিজেদের প্রেমের গল্প বা আঘাত পাওয়ার ঘটনা শেয়ার করতে ইচ্ছে করে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। জানতে পারলে আমাদেরও ভাল লাগবে। প্রত্যেকের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে।'