/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-7-2025-10-03-18-42-07.jpg)
দুরন্ত শতরান হাঁকালেন ধ্রুব জুরেল
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-2025-10-03-18-42-08.jpg)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
India vs West Indies: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচের দ্বিতীয় দিন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল একটি বিধ্বংসী শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে কেড়ে নিলেন ক্যারিবিয়ান বোলারদের যাবতীয় মান-ইজ্জত।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-1-2025-10-03-18-42-08.jpg)
ধ্রুব জুরেলের শতরান
ম্য়াচের দ্বিতীয় দিন ধ্রুব ব্য়াট হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করলেন। ঋষভ পন্থের চোট থাকার কারণে তিনি এই ম্য়াচে খেলার সুযোগ পেয়েছিলেন। জুরেলের সেঞ্চুরির দৌলতে টিম ইন্ডিয়া আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে। শতরান হাঁকানোর পর তিনি ভারতীয় সেনাবাহিনীর স্টাইলে স্যালুট ঠুকলেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-3-2025-10-03-18-42-07.jpg)
টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যথেষ্ট সংযমী ব্যাটিং করলেন ধ্রুব জুরেল। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে তিনি প্রথম শতরান হাঁকালেন। হতে পারে ঋষভের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন ধ্রুব, কিন্তু তিনি একথা প্রমাণ করে দিয়েছেন যে যখনই তিনি সুযোগ পাবেন নিজের যোগ্যতার প্রতি সুবিচার করবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-2-2025-10-03-18-42-08.jpg)
মিলিটারি স্টাইলে সেলিব্রেশন
এই ম্য়াচে ধ্রুব জুরেল ১৯০ বলে নিজের শতরান পূরণ করেন। এরপর সৈনিকদের মতো নিজের ব্যাটটাকে বন্দুক বানিয়ে সেলিব্রেট করলেন। তাঁর এই সেলিব্রেশনের স্টাইল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যারপরনাই পছন্দ করছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-4-2025-10-03-18-42-07.jpg)
১২৫ রান করে আউট জুরেল
অহমেদাবাদে আয়োজিত এই টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনে ধ্রুব জুরেল ২১০ বলে ১২৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন। তাঁর এই ইনিংসে ১৫ চার এবং তিনটে ছক্কা রয়েছে। তাঁর প্রথম সেঞ্চুরি ইতিমধ্যে স্মরণীয় হয়ে গিয়েছে। ভারতের হয়ে কেএল রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) শতরান করেন। রাহুল ১৯৭ বলে ১০০ রান করেছেন। অন্যদিকে, দ্বিতীয় দিনের শেষে জাদেজা ১০৪ রানে ব্যাট করছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-5-2025-10-03-18-42-07.jpg)
চালকের আসনে টিম ইন্ডিয়া
দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া আপাতত চালকের আসনে বসে রয়েছে। ৫ উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট দল ৪৪৮ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের তুলনায় টিম ইন্ডিয়া আপাতত ২৮৬ রানে এগিয়ে রয়েছে। আশা করা হচ্ছে, তৃতীয় দিন পুরোটাই টিম ইন্ডিয়া ব্য়াট করতে চাইবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কত রানের লিড মাথায় নিয়ে ব্যাট করতে নামবে, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/media_files/2025/10/03/dhruv-jurel-6-2025-10-03-18-42-07.jpg)
শুভেচ্ছা জুরেলকে
ধ্রুব জুরেলের এই ব্যাটিং পারফরম্য়ান্স সকলের নজর কেড়েছে। আপাতত গোটা দেশজুড়ে বইতে শুরু করেছে প্রশংসার বন্যা।