Advertisment
Ravindra Jadeja
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ১৯৮৮ সালে ৬ ডিসেম্বর সৌরাষ্ট্রের নওয়াগাখেদে জন্মগ্রহণ করেন। তিনি আইপিএলের পাশাপাশি টিম ইন্ডিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেন। তিনি ২০১৮ থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে টানা খেলে চলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন তিনি। রবীন্দ্র জাদেজা ৮ ফেব্রুয়ারি ২০০৯-এ ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে ম্যাচটি খেলা হয়েছিল কলম্বোতে। এই ম্যাচে তিনি ছয় ওভারে ৪০ রান দেন। এছাড়া ৬০ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি। এই ম্যাচের দুই দিন পর ১০ ফেব্রুয়ারি জাদেজার টি-টোয়েন্টি অভিষেক হয়। এই ম্যাচটিও শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতেই হয়। এই ম্যাচে জাদেজা ৪ ওভারে ২৯ রান দিলেও উইকেট নিতে পারেননি। এছাড়া তিনি করেন ৫ রান। ২০১২-এ নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে জাদেজার টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে তিনি ৩৭ ওভারে ৫৮ রানে দুই উইকেট নেন। এই ইনিংসে ব্যাট করতে গিয়েও করেন ১২ রান। দ্বিতীয় ইনিংসে তিনি ৩৩ ওভারে ৫৯ রান দিয়ে এক উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ৬৫ টেস্ট ম্যাচে ২৭০৬ রান করেন এবং ২৬৮ উইকেটও নিয়েছেন। ১৭৪টি ওডিআই ম্যাচে তার নামে ২৫২৬ রান এবং ১৯১ উইকেট রয়েছে। তিনি ৬৪ টি-টোয়েন্টি ম্যাচে ৪৫৭ রান করেছেন এবং ৫১ উইকেটও নিয়েছেন। চেন্নাই সুপার কিংস ছাড়াও আইপিএলে গুজরাট লায়ন্স এবং রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন জাদেজা। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। জাদেজা টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর দুটি ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলেছেন।
R Ashwin-Ravindra Jadeja: বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস! অশ্বিন-জাদেজার পার্টনারশিপে ধুয়েমুছে গেল সমস্ত রেকর্ড, জানুন
Sep 19, 2024 19:50 IST
2 Min read
Ravindra Jadeja Joined BJP: বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার তারকা এবার মোদির বিজেপিতে! ঝড় তুলল স্ত্রীয়ের আপডেট
Sep 05, 2024 17:40 IST
1 Min read
Ravindra Jadeja retirement: কোহলি-রোহিতের পর অবসর আরও এক ভারতীয় তারকার! বড়সড় রত্ন হারাল টিম ইন্ডিয়া
Jun 30, 2024 18:30 IST
1 Min read
Ravindra Jadeja to be dropped: অনেক হয়েছে বয়ে বেড়ানো! এই সিনিয়র তারকাকে প্ৰথম ১১ থেকেই ছেঁটে ফেলার পথে ভারত
Jun 11, 2024 21:13 IST
2 Min read
Advertisment