KKR retention in IPL Auction 2025: আগামী আইপিএল নিলামে শ্রেয়স আইয়ার, রিংকু সিং, রাসেল, নারাইনদের মত বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রেখে দিতে চাইছে কেকেআর। বাদ পড়তে পারেন নীতীশ, মণীশ, জেসনের মত কয়েকজন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে মোট ছয় জন খেলোয়াড়কে দলে রেখে দিতে পারে কেকেআর। এবারের আইপিএল কেকেআর জিতেছে। যার নেতৃত্বে ছিলেন শ্রেয়স আইয়ার। সেই চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে এবারও রেখে দিতে চান কেকেআর কর্তারা।
এবছরের শেষে আইপিএল ২০২৫-এর নিলাম হবে। নিয়ম অনুযায়ী এবার মেগা নিলাম পর্ব হওয়ার কথা। এই পরিস্থিতিতে দলগুলো ইতিমধ্যেই ঘর গোছানো শুরু করে দিয়েছে। তবে, গোটা ছবিটা এখনও সামনে আসেনি। তবে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো আয়োজক বিসিসিআইয়ের কাছে দাবি করেছে যে, মেগার বদলে মিনি নিলামের আয়োজন করা হোক। তবে, সেই সিদ্ধান্ত নেওয়া বিসিসিআইয়ের হাতে। তবে, এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মনে করা হচ্ছে যে গতবারের দল থেকে এবারও দলে রেখে দেওয়া ক্রিকেটারের সংখ্যা বেড়ে চার থেকে ছয় হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেকেআর এবার কাদের দলে রেখে দিতে পারে?
শোনা যাচ্ছে, কেকেআর এবার বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। এই খেলোয়াড়দের তালিকায় আছেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, জেসন রায়, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান। ২০২৪ আইপিএলে কেকেআরে মোট ২৩ জন ক্রিকেটার ছিলেন। যার মধ্যে ৮ জন খেলোয়াড় ছিলেন বিদেশি।
আইপিএল ২০২৪-এ কেকেআর দল
নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারাইন, সূয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মিশেল স্টার্ক, অঙ্কৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শোরফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, গ্যাস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
তার মধ্যে থেকে ছয় খেলোয়াড়কে ধরে রাখার ওপর জোর দিচ্ছে কেকেআর। তার মধ্যে প্রথম নামটাই অধিনায়ক শ্রেয়স আইয়ারের। তাঁর নেতৃত্বেই কেকেআর আইপিএল জিতেছে। দ্বিতীয় জন আন্দ্রে রাসেল। কারণ, রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার। তালিকায় তৃতীয় নাম সুনাল নারাইন। বল এবং ব্যাট হাতে নারাইন কেকেআরের বড় ভরসা। এছাড়াও তালিকায় আছে রিংকু সিংয়ের নাম। রিঙ্কু অসাধারণ ফিনিশার। তালিকায় পঞ্চম নাম ভেঙ্কটেশ আইয়ার। এছাড়াও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককেও রেখে দিতে পারে কেকেআর। স্টার্ক ২০২৪ আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড়। তাঁকে প্রায় ২৫ কোটি টাকায় নিলামে কেকেআর কিনেছিল।