Advertisment

শ্রেয়স আর নয় পছন্দের! ভারতকে বিশ্বকাপ জেতানো সুপারস্টারকে ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব KKR-এর, বড় আপডেট প্রকাশ্যে

Suryakumar Yadav KKR captaincy: নতুন সিজন শুরু হবে। তার আগে নিলাম। এর আগেই সূর্যকুমার যাদবকে নেতৃত্বের প্রস্তাব দিয়ে সাড়া ফেলল কেকেআর শিবির।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KKR, Team India, কেকেআর, টিম ইন্ডিয়া,

KKR-Team India: সূর্যকুমার যাদব বর্তমানে ভারতীয় টি২০ দলের অধিনায়ক। (ছবি- টুইটার)

IPL 2025, KKR, Suryakumar Yadav: শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল জিতেছে। কিন্তু, সেই শ্রেয়সকেই এবার দলের ক্যাপ্টেন্সি থেকে সরানোর চেষ্টা শুরু করল কেকেআর? সূত্রের খবর, বাকি ৯টি দলের মত কেকেআরও ২০২৫ আইপিএলের প্রস্তুতি তুঙ্গে তুলেছে। আর, এবার তারা দলের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার যাদবকে প্রস্তাবও দিয়েছে। যাদবের সম্প্রতি ভারতের টি২০ দলের ক্যাপ্টেন হয়েছেন। শ্রীলঙ্কা সফরে রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া একদিনের সিরিজ হারলেও যাদবের নেতৃত্বে ভারত টি২০ সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছে।

Advertisment

এমনিতে ব্যাটার হিসেবে যাদব দীর্ঘদিন ধরেই প্রশংসার শিখরে আছেন। কিন্তু, তিনি অধিনায়ক হিসেবে কেমন, তা নিয়ে প্রশ্ন ছিল। যার অবসান করেছে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কার সফর। আর, তারপরই নাকি যাদবের কাছে আনঅফিসিয়ালি অধিনায়ক হওয়ার প্রস্তাব পাঠিয়েছে কেকেআর। তবে, সূর্যকুমার কেকেআরের সেই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে, তিনি যদি কেকেআরের প্রস্তাব নিয়ে নেন, তবে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্ব ছাড়তে হবে। যদিও কেকেআর বা সূর্যকুমার কেউই এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেনি।

চলতি বছরেই টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ জিতেছে। তারপরই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়ই। এরপরই টিম ইন্ডিয়ার কোচ করা হয়েছে কেকেআরের প্রাক্তন কোচ গৌতম গম্ভীরকে। আর, ভারতীয় টি২০ দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। গম্ভীরের কোচিংয়েই কেকেআর এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তারই জেরে গম্ভীরের ভারতীয় দলের কোচ হওয়ার পথও সুগম হয়েছে। 

সূর্যকুমার যাদবের সঙ্গে কেকেআরের সম্পর্ক কিন্তু নতুন নয়। আইপিএলে সূর্যকুমার যাদবের অভিযান শুরু হয়েছিল কেকেআর থেকেই। সেই সময় কেকেআরের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। সেটা ২০১৪ সাল। কেকেআর সেবারও আইপিএল জিতেছিল। এরপর নীতীশ রানা আর সূর্যকুমার যাদবের মধ্যে অদলবদল করে নেয় কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর সূর্যকুমারের বদলে নেয় নীতীশকে। আর, মুম্বই নীতীশের বদলে সূর্যকুমারকে। মুম্বইয়ে সূর্যকুমারের পারফরম্যান্সের অগ্রগতি হয়। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

আরও পড়ুন- বিশ্বকাপের দল ঘোষণা করল জয় শাহের বোর্ড, শক্তিশালী স্কোয়াড গড়ে ঝড় তুলে দিল টিম ইন্ডিয়া

আইপিএলে ১৫০ ম্যাচ খেলা সূর্যকুমারের রান সংখ্যা ৩,৫৯৪। গড় ৩২.২৮। স্ট্রাইক রেট ১৪৫.৩৩। আইপিএলে তিনি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। এভাবে রানমেশিন হয়ে ওঠার কারণেই দলে মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যকুমারের গ্রহণযোগ্যতাও বেড়েছে। বর্তমানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক। তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ারই কথা ছিল। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্সই গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে এনে মুম্বইয়ের অধিনায়ক করে দেয়। মুম্বই এবছর আইপিএল পান্ডিয়ার অধিনায়কত্বে খেলেছে। আর, তাতে একদিকে কেকেআরেরই সুবিধা হয়েছে। সূর্যকুমার যাদবকে অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দিতে সুবিধা হয়েছে কেকেআরের। এমনটাই দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

IPL KKR Kolkata Knight Riders Suryakumar Yadav Mumbai Indians
Advertisment