/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-3-2025-08-02-20-33-46.jpg)
টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-5-2025-08-02-20-34-31.jpg)
এশিয়া কাপে অনিশ্চিত বুমরাহ
আগামী মাস থেকে শুরু হতে চলেছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। মঞ্চ ইতিমধ্য়েই প্রস্তুত হয়ে গিয়েছে। ৮ দল আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেঠে। প্রকাশ্যে এসেছে টুর্নামেন্টের সূচিও। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট শিবিরে একটা দুঃসংবাদ আছড়ে পড়েছে। শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ নাকি এই টুর্নামেন্টে খেলতে নামবেন না। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শেষ ম্য়াচেও খেলছেন না বুমরাহ। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট স্কোয়াড থেকে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-8-2025-08-02-20-35-16.jpg)
ইংল্যান্ড সফরে ৩ টেস্ট ম্য়াচ খেলেছেন বুমরাহ
ইংল্যান্ড ট্যুরে ৫ টেস্ট ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই খেলেছেন জসপ্রীত বুমরাহ। ৩১ বছর বয়সি বুমরাহ ওভালে আয়োজিত সিরিজের অন্তিম টেস্ট ম্য়াচে খেলছেন না। এটা টিম ইন্ডিয়ার কাছে কার্যত 'ডু অর ডাই' ম্য়াচ। কিন্তু, তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে বুমরাহকে রাখা হয়নি। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আপাতত ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়েই অনড় অবস্থানে রয়েছে। আর সেকারণে বুমরাহকে পাঁচটা টেস্ট ম্য়াচের মধ্যে তিনটে ম্য়াচই খেলতে হল। ওয়ার্কলোড ম্য়ানেজ করার জন্য বুমরাহ পঞ্চম টেস্ট ম্য়াচে খেলেননি। ইতিপূর্বে, পিঠে চোটের কারণে বুমরাহকে যথেষ্ট ভুগতে হয়েছে। সেকারণে টিম ম্য়ানেজমেন্টে ভারতের এই পেস বোলারকে নিয়ে অতিরিক্ত কোনও ঝুঁকি গ্রহণ করতে চাইছে না।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-4-2025-08-02-20-36-07.jpg)
কেন এশিয়া কাপে অনিশ্চিত জসপ্রীত বুমরাহ?
ইংল্যান্ড সফর শেষ হতে না হতেই ২০২৫ এশিয়া কাপ শুরু হয়ে যাবে। সেপ্টেম্বর মাসে আয়োজিত এশিয়া কাপের পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। এই দুটো টুর্নামেন্টের মধ্যে এক সপ্তাহেরও কম সময় থাকবে। আগামী ২ অক্টোবর অহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ ভারতীয় ক্রিকেট দল। ১০ থেকে ১৪ অক্টোবর নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হবে। এরপর টিম ইন্ডিয়া ২০২৫ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে। বুমরাহ আপাতত টেস্ট ক্রিকেটই খেলতে চান। আর সেকারণে এশিয়া কাপে হয়ত তিনি নাও খেলতে পারেন, যাতে টেস্ট সিরিজের জন্য তিনি পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-7-2025-08-02-20-36-48.jpg)
মাথায় রাখা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা
সংবাদসংস্থা PTI-য়ে প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, 'এটা সত্যিই একটা কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। কিন্তু, বুমরাহ আপাতত টেস্ট ক্রিকেটই খেলতে চাইছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। টি-২০ ক্রিকেটের কথা যদি বলতে হয়, তাহলে আগামী জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত। টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত মহড়া হিসেবে এই টুর্নামেন্টকে দেখা হবে।'
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-9-2025-08-02-20-37-56.jpg)
'সবকিছুই রয়েছে গম্ভীর-আগরকরের হাতে'
ওই আধিকারিক আরও জানিয়েছেন, 'যদি এশিয়া কাপে জসপ্রীত বুমরাহ খেলেন, আর ভারত যদি ফাইনাল খেলে, তাহলে অহমেদাবাদে আয়োজিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে খেলতে পারবেন না। এই প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আসন্ন এশিয়া কাপে বুমরাহকে বেশি দরকার না একমাস বিশ্রামের পর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে। এই সিদ্ধান্তটা অজিত আগরকর এবং গৌতম গম্ভীরকে গ্রহণ করতেই হবে।'
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-10-2025-08-02-20-40-54.jpg)
৩ ম্য়াচে ১৪ উইকেট বুমরাহের
ডানহাতি পেস বোলার জসপ্রীত বুমরাহ ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫ টেস্ট ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই খেলেছেন। ইতিমধ্যে তিনি ১১৯.৪ ওভার বল করে মোট ১৪ উইকেট শিকার করেছেন। প্রথম থেকেই ঠিক ছিল যে বুমরাহকে তিনটে টেস্ট ম্য়াচেই খেলানো হবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/02/jasprit-bumrah-6-2025-08-02-20-38-59.jpg)
কতদিন পর্যন্ত চলবে এশিয়া কাপ?
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টি-২০ ফরম্য়াটে এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে। ইতিপূর্বে, এই টুর্নামেন্ট ভারতেই আয়োজন করার কথা ছিল। কিন্তু, পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে অবনতির কারণে এই টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হচ্ছে।