Advertisment

Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট দলের একজন ফাস্ট বোলার। তিনি ৬ ডিসেম্বর ১৯৯৩ সালে গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ফরম্যাটেই খেলেন তিনি। এর বাইরে বুমরাহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গুজরাটের প্রতিনিধিত্ব করেন। জসপ্রীত বুমরাহ ২০১৩ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু করেন। ২০১৫/১৬ সিজনে রঞ্জি ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই মরশুমে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। এর পরে, বিজয় হাজারে ট্রফিতেও বুমরাহের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ছিল। ২০১৬-য় আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহের অভিষেক হয়। বুমরাহ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ২৩ জানুয়ারী আন্তর্জাতিক ক্ষেত্রে অভিষেক ঘটান। সেই ম্যাচে বুমরাহ ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। বুমরাহের সেই বছরেই ২৬ জানুয়ারি আন্তর্জাতিক টি২০তে আন্তর্জাতিক অভিষেক হয়। সেই ম্যাচে তিনি ৩.৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন। টেস্ট অভিষেকের জন্য বুমরাহকে অপেক্ষা করতে হয়েছিল আরও ২ বছর। বুমরাহ তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে ২০১৮-র জানুয়ারিতে। সেই টেস্ট ম্যাচে দুই ইনিংসেই মোট ৪ উইকেট নেন তিনি। বুমরাহ এখনও পর্যন্ত টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১০০-র বেশি উইকেট নিয়েছেন। ৩০ টেস্টের ৫৮ ইনিংসে ইতিমধ্যেই তাঁর নামের পাশে ১২৮ উইকেট। ৭২টি ওয়ানডে খেলে ১২১ উইকেটের মালিক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭০টি উইকেট নিয়েছেন বুমরাহ। বুমরাহেরও আইপিএলের পারফরম্যান্স-ও নজরকাড়া। এই লিগের সবচেয়ে সফল বোলারদের একজন তিনি। আইপিএলে এখন পর্যন্ত ১২০ ম্যাচে ১৪৫ উইকেট নিয়েছেন বুমরাহ। আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে ১১তম স্থানে রয়েছেন জাসপ্রিত বুমরাহ।
Advertisment