Sunil Gavaskar backs Jay Shah as ICC chairman: জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় জ্বলছেন পুরোনো ক্ষমতাসীনদের অনেকেই। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারও। তিনি জানিয়েছেন, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায়, ঠিক কাদের লাভ হবে। সমলোচকরা অভিযোগ করেছিলেন যে, জয় শাহ চাপ দিয়েছেন বার্কলের ওপর। যাতে বার্কলে ফের আইসিসির চেয়ারম্যান না হন। কিন্তু, সেই অভিযোগও নস্যাৎ করে দিয়েছেন গাভাসকার। তিনি বিশ্ব ক্রিকেটের পুরোনো শক্তিধরদের এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন। কারণ, এই পুরোনো শক্তিধররা চাননি আইসিসির নেতৃত্ব পরিবর্তন হোক। তাঁরা বরং, আইসিসির ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষেই সওয়াল করেছিলেন।
এই পরিস্থিতিতেই মুখ খুলেছেন সুনীল গাভাসকার। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটেরই অগ্রগতি হবে। তার সংস্কার ঘটবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটের উন্নতিতে জয় শাহ বড় অবদান রেখেছেন। সেভাবেই আন্তর্জাতিক ক্রিকেটও লাভবান হবেন বলেই মনে করছেন গাভাসকার। জয় শাহ চেয়ারম্যান হওয়ার আগেই সদ্য প্রাক্তন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তৃতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যানের পদে বসতে নারাজ।
তাঁর নিয়মিত সংবাদমাধ্যমে তাঁর কলাম লেখেন। সেই লেখায় বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তি জানিয়েছেন, জয় শাহ সবচেয়ে কমবয়সি আইসিসি চেয়ারম্যান হয়েছেন। তিনি এই পদে বসায় পুরোনো ক্ষমতাধররা 'ওল্ড পপি সিন্ড্রোম'-এ ভুগছেন। যার অর্থ, সফল ব্যক্তিদের সমালোচনা করা ছাড়া এক্ষেত্রে সমালোচকদের কোনও কাজ নেই বলেই গাভাসকার বোঝাতে চেষ্টা করেছেন।
তাঁর লেখায় গাভাসকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে শাহর উত্তরণে বিশ্ব ক্রিকেটের অনেক নিয়ন্ত্রাই জ্বলছেন। কারণ, শাহ থাকায় তাঁদের হাত থেকে ক্ষমতা বেরিয়ে গিয়েছে। কারণ, সেখানে শাহই রাজত্ব করবেন। তবে, গাভাসকার স্পষ্ট জানিয়েছেন যে শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় সিনিয়র ভারতীয় দল তো বটেই জুনিয়র ভারতীয় ক্রিকেটাররাও উপকৃত হবেন। পাশাপাশি, উপকৃত হবেন মহিলা ক্রিকেটাররাও। এই বিষয়ে গাভাসকারের প্রশ্ন, পুরোনো ক্ষমতাধরদের যদি এতই শাহকে নিয়ে আপত্তি তবে আইসিসির বৈঠকে তাঁদের প্রতিনিধিরা ঠিক কী করছিলেন? একইসঙ্গে কিংবদন্তি ক্রিকেটারের প্রশ্ন, আর যদি শাহকে নিয়ে কোনও আপত্তিই না থাকে, তবে অনাবশ্যকভাবে তাঁর দিকে আঙুল তোলার দরকারটাই বা কী?
আরও পড়ুন- একের পর এক তারকা ছাঁটাই নিলামের আগেই! KKR রিটেন করতে চলেছে হাফডজন তারকাকে
একথা সত্যি যে জয় শাহর জমানায় বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেটের অগ্রগতি ঘটছে। শুধু ভারতের পুরুষ দল নয় জুনিয়র দল এমনকী ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররাও বিশ্ব ক্রিকেটে নিজেদের সাফল্য তুলে ধরছেন। এটা ক্রিকেটারদের এবং বোর্ডের হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার নমুনা বলেই মনে করছেন গাভাসকার।