/indian-express-bangla/media/media_files/2025/10/13/ravindra-jadeja-2025-10-13-17-49-20.jpg)
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
/indian-express-bangla/media/media_files/2025/10/13/ind-vs-wi-2025-10-13-17-49-20.jpg)
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ
Ravindra Jadeja: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে আয়োজিত দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। কিন্তু, দ্বিতীয় ইনিংসে উইকেট শিকারের জন্য তাঁদের যথেষ্ট লড়াই করতে হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/ind-vs-wi-1-2025-10-13-17-49-20.jpg)
মাইলফলক স্পর্শ জাদেজার
তবে দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার এক উইকেট শিকার করতে না করতেই একটা বড়সড় মাইলফলক অর্জন করলেন। ভারতের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের তালিকায় তিনি হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে চুরমার করে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/kumble-vs-ashwin-2025-10-13-17-49-20.jpg)
শীর্ষে রয়েছেন কুম্বলে
ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় নাম রয়েছে অনিল কুম্বলে। ২০৪ ইনিংসে তিনি মোট ৪৭৬ উইকেট শিকার করেন। এরপর ৪৭৫ উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/harbhajan-vs-jadeja-2025-10-13-17-49-20.jpg)
তৃতীয় স্থানে রয়েছে জাদেজার নাম
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম। তিনি ৩৭৭ উইকেট শিকার করেছেন। হরভজন সিং দেশের মাটিতে মোট ৩৭৬ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/ind-vs-wi-2-2025-10-13-17-49-20.jpg)
দিল্লি টেস্টে জাদেজার পারফরম্য়ান্স
এবার দিল্লি টেস্ট ম্য়াচে রবীন্দ্র জাদেজা কেমন পারফরম্য়ান্স করলেন, সেইদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। এই ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ব্য়াট করার সুযোগ পাননি। তবে বল হাতে তিনি ৩ উইকেট শিকার করেন। পাশাপাশি ১৯ ওভারে খরচ করেন মাত্র ৪৬ রান। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি একটাই মাত্র উইকেট তুলে নেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি টেস্ট সিরিজে জাদেজা সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/13/ind-vs-wi-3-2025-10-13-17-49-20.jpg)
অহমেদাবাদ টেস্টে দুর্দান্ত শতরান
অহমেদাবাদে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা ব্য়াট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ওই ম্যাচে তিনি প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত শতরান করেন। ১৭৬ বলে অপরাজিত থাকেন ১০৪ রানে। পাশাপাশি বল হাতে প্রথম ইনিংসে কোনও উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য তাঁকে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কারও দেওয়া হয়।