New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-featured-2-10.jpg)
শুধু শিখর ধাওয়ান নন, বিচ্ছেদের যন্ত্রণায় ভুগলেন এই ক্রিকেটাররাও, জেনে নিন কারা এই তালিকায়
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Shikhar-Dhawan.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Mohammad-Azharuddin.jpg)
মহম্মদ আজহারউদ্দিন ১৯৮৭ সালে নওরিনের সাথে একটি সামাজিক বিয়ে করেছিলেন। বিবাহিত হয়েও বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েন আজহারউদ্দিন। সে সময় তিনি দুই ছেলের বাবাও ছিলেন। আজহারউদ্দিন ১৯৯৬ সালে সঙ্গীতাকে বিয়ে করার জন্য নওরীনকে তালাক দেন। কিন্তু সঙ্গীতার সঙ্গে এই ক্রিকেটারের বিয়েও বেশিদিন টেকেনি এবং ২০১০ সালে তাঁদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। (সূত্র: মোহাম্মদ আজহারউদ্দিন/ফেসবুক)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Dinesh-Karthik.jpg)
দীনেশ কার্তিক ২০০৭ সালে তাঁর ছোটবেলার বন্ধু নিকিতা ভানজারাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের ৫ বছর পর তাঁদের দুজনের ডিভোর্স হয়ে যায়। এর পরে, ২০১৫ সালে, দীনেশ দ্বিতীয়বার ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন। (সূত্র: দিনেশ কার্তিক/ফেসবুক)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Javagal-Srinath.jpg)
জাভাগল শ্রীনাথ ১৯৯৯ সালে জ্যোৎস্নাকে বিয়ে করেন। কিন্তু সাংবাদিক মাধবী পাত্রাবলিকে বিয়ে করার জন্য তিনি ২০০৭ সালে তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর ২০০৮ সালে মাধবীকে দ্বিতীয়বার বিয়ে করেন শ্রীনাথ। (সূত্র: জাভাগল শ্রীনাথ/ফেসবুক)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Vinod-Kambli.jpg)
বিনোদ কাম্বলি প্রথম বিয়ে করেন নোয়েলা লুইসকে ১৯৯৮ সালে। বিবাহিত অবস্থায় তিনি আন্দ্রেয়া হিউইট নামে এক মহিলার প্রেমে পড়েন। এরপর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। বিবাহবিচ্ছেদের পর বিনোদ আন্দ্রিয়াকে দ্বিতীয়বার বিয়ে করেন। (সূত্র: বিনোদ কাম্বলি/ফেসবুক)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Brett-Lee.jpg)
শুধু ভারতীয় খেলোয়াড়ই নন, ক্রিকেট বিশ্বে এমন অনেক খেলোয়াড় আছেন যাঁরা বিবাহবিচ্ছেদের মুখোমুখি হয়েছেন। এই তালিকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লির নামও রয়েছে। ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ ক্যাম্প নামের এক মেয়েকে বিয়ে করেন। কিন্তু ২০০৮ সালে তাঁদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়। এর পরে, ২০১৪ সালে, তিনি লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন। (সূত্র: ব্রেট লি/ফেসবুক)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Sanath-Jayasuriya.jpg)
শ্রীলঙ্কার ক্রিকেটার ১৯৯৮ সালে সুমধু করুণানায়েক নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের মাত্র এক বছরের মাথায় দুজনেরই বিচ্ছেদ হয়ে যায়। এর পর ২০০০ সালে সান্দ্রাকে বিয়ে করেন সনৎ। কিন্তু তাঁদের বিয়েও বেশিদিন টেকেনি এবং তাঁরা দুজনেই ২০১২ সালে ডিভোর্স হয়ে যায়। (সূত্র: সনাথ জয়সুরিয়া/ফেসবুক)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/js-Michael-Clarke.jpg)
অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তাঁর দীর্ঘদিনের বান্ধবী কাইলিকে ২০১২ সালে বিয়ে করেন। কিন্তু বিয়ের আট বছর পর তাঁদের দুজনের ডিভোর্স হয়ে যায়। তাঁদের দুজনের চার বছরের একটি মেয়েও রয়েছে। (সূত্র: মাইকেল ক্লার্ক/ফেসবুক)
(আরও পড়ুন: শচীন টেন্ডুলকার তার মেয়ের শিক্ষার জন্য কত টাকা খরচ করেছেন, সারা লন্ডন থেকে পড়াশোনা করেছেন )