Advertisment

Shikhar Dhawan

শিখর ধাওয়ান একজন ভারতীয় ক্রিকেটার, বাঁ-হাতি ওপেনার। জন্ম, ১৯৮৫ সালের ৫ ডিসেম্বর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ধাওয়ান শীর্ষস্থানীয় রান-স্কোরার ছিলেন। দুই টুর্নামেন্টেই 'গোল্ডেন ব্যাট' পুরস্কার পেয়েছিলেন। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেন। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ব্যাক-টু-ব্যাক দুটি সেঞ্চুরি করেন। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি 'টুর্নামেন্টের সেরা খেলোয়াড়' হিসেবে পুরস্কৃত হন। ২০১৮ এশিয়া কাপজয়ী জাতীয় দলের সদস্য ছিলেন ধাওয়ান। তাঁকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত করা হয়েছিল। কারণ, তিনিই ছিলেন সর্বোচ্চ স্কোরার। এবারের আইপিএলে তিনি পঞ্জাব কিংস দলের অধিনায়ক।
Advertisment