/indian-express-bangla/media/media_files/2025/06/09/FBJBxUSuPvqd1MLpme8Z.jpg)
শুভ মহরৎ
/indian-express-bangla/media/media_files/2025/06/09/2FV08LN7kZUEX2uMnT8v.jpg)
সৃজিতের ছবির শুভ মহরৎ
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে। মাল্টি স্টার কাস্ট নিয়ে ছবি তৈরি সৃজিতের সিনেমার ইউএসপি বলা যেতেই পারে। এই ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার তারকা সমাগমে হয়ে গেল ছবির শুভ মহরৎ।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/M3qaXVS8gvSVZqolWiFR.jpg)
শুটিং শুরু কবে?
আগামী ১১ জুন শুরু হবে সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে-এর পথ চলা। ছবিতে থাকছে বেশ কিছু নতুন মুখ, যাঁদের ছোট পর্দায় পরিচিত কিন্তু, বড় পর্দায় প্রথমবার দেখবে দর্শক।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/dfdfdfd-450676.jpg)
সাফল্য কামনায়
লহ গৌরাঙ্গের নাম রে ছবির শুটিং শুরু আগে ভগবানের সামনে আরতি করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/ddfdfd-622683.jpg)
তারকার মেলা
মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবির শুভ মহরৎ-এ হাজির প্রত্যেকে। পুজোর শেষে কেউ ব্যস্ত গল্পে তো কেউ আবার ক্ল্যাপস্টিক হাতে নেমে পড়েছেন ময়দানে।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/jklkjkjk-202563.jpeg)
পর্দার মা-ছেলের যুগলবন্দি
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দিব্যজ্যোতির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র। সৃজিতের ছবির শুভ মহরৎ-এ পাশাপাশি বসে প্রার্থনা করলেন ছোট পর্দার মা ও ছেলে।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/thumb-448205.jpg)
খোশ মেজাজে সৃজিত
একদিন বাদেই কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে শুটিং ফ্লোরে যাবেন সৃজিত। তার আগে শুভ মহরৎ-এ খোশ মেজাজে ধরা দিলেন পরিচালক।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/gh-574255.jpg)
তিনটি চরিত্রে দেবদূত
তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে দেবদূতকে। এক দিকে তিনি রাজা, অন্য দিকে শ্রীরামকৃষ্ণের সঙ্গী। আবার একইসঙ্গে তিনি আধুনিক কালের এক ডিওপি।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/ef-740686.jpg)
রানিমা-বিষ্ণুপ্রিয়া-নির্দেশক
অভিনেত্রী-কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে একাধারে রানি মা, থিয়েটারের বিষ্ণুপ্রিয়া ও নির্দেশকের ভূমিকায়।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/E3DAzjm1rEa7cApKA8YX.jpg)
কোন চরিত্রে সুজন মুখোপাধ্যায়?
অর্ধেন্দুশেখর মুস্তাফি রূপে দর্শক দেখবে সুজন মুখোপাধ্যায়কে। ঠিক সেই সময়ই তিনি আবার কাশী মিশ্র।
/indian-express-bangla/media/media_files/2025/06/09/bgPCHJhBM6xWeHj3uZQv.jpg)
চার চরিত্রে সুরজিৎ
সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে চারটি ভিন্ন স্বাদের চরিত্রে। এক দিকে তিনি থিয়েটারের বিদ্যাধর তো অন্যদিকে সহকারী পরিচালক।