kidney trafficking: পাওনাদারের লাগাতার হুমকি, কিডনি বিক্রি করে টাকার জোগাড় দম্পতির, চাঞ্চল্যকর ঘটনায় দুরন্ত গ্রেফতারি

kidney trafficking: সংসার চালাতে হিমশিম খেয়ে দেনায় ডুবে সুদে টাকা নিয়ে সেই টাকা পরিশোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি করলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়।

kidney trafficking: সংসার চালাতে হিমশিম খেয়ে দেনায় ডুবে সুদে টাকা নিয়ে সেই টাকা পরিশোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি করলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়।

author-image
Mobarak Koraisi
New Update
Ashoknagar kidney trafficking

পাওনাদারের লাগাতার হুমকি, কিডনি বিক্রি করে টাকার জোগাড় দম্পতির, চাঞ্চল্যকর ঘটনায় দুরন্ত গ্রেফতারি

kidney trafficking: সংসার চালাতে হিমশিম খেয়ে দেনায় ডুবে সুদে টাকা নিয়ে সেই টাকা পরিশোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি করলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায়। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকার বাসিন্দা বিকাশের থেকে সুদে  ৬০ হাজার টাকা ধার নেয় অশোকনগরের এক যুবক। যুবকের দাবি, কয়েক মাসে বিকাশকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সুদ দিলেও আসল টাকা পরিশোধ করতে পারেন নি। 

আসল টাকা ফেরত পেতে বিকাশ নানান ভাবে চাপ দিতে থাকে ওই যুবককে। তার দাবি, সে বিকাশের কাছে তার অসহায়তার কথা জানানোর পরও তাকে টাকা ফেরতের জন্য রীতিমত চাপ দিতে থাকে বিকাশ। টাকা শোধ দিতে না পারলে কিডনি বিক্রির প্রস্তাব দেওয়া হয়। 

এক প্রকার বাধ্য হয়ে অসহায় যুবক এবং তার স্ত্রী ঠিক করে কিডনি বিক্রি করে দেনা শোধ করবেন। তখন কিডনি বিক্রি জন্য শীতল ঘোষ এক মহিলার সাথে যোগাযোগ করিয়ে দেয়। সেই মহিলার মাধ্যমে ৫ লক্ষ্য টাকার বিনিময়ে যুবকের স্ত্রীর কলকাতার এক বেসরকারি হাসপাতালে কিডনি বিক্রি করেন। 

Advertisment

কিডনি বিক্রির খবর পেয়ে বিকাশ ৬০ হাজার টাকার পরিবর্তে দুই লক্ষ টাকার বেশি দাবি করছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন ওই যুবক ও তার স্ত্রী। পাশাপাশি হুমকিও দেওয়া হয়। 

পরবর্তীতে যুবক অশোকনগর থানার দ্বারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। তাকে জেরা করে কিডনি বিক্রির আরও মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অশোকনগর থানার পুলিশ। 

সম্প্রীতির বাংলায় 'ঐতিহ্যের' ভোট, হিংসা রুখতে দিশা দেখালো 'শিশু সাংসদ' নির্বাচন

Crime Against Woman crime