Advertisment

বিপুল আয়োজনেও 'দিশাহীন' আন্দোলন থামাতে নাজেহাল পুলিশ, নবান্ন অভিযানে স্তব্ধ কলকাতা!

Nabanna Abhijan-Kolkata Police: পুলিশের তরফে জানানো হয়েছে মঙ্গলবারের নবান্ন অভিযানে বিশৃঙ্খলার অভিযোগে ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।

author-image
Joyprakash Das
New Update
Despite large settlement, police had to face a lot of trouble to stop the chaos in Nabanna abhijan, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পুলিশ

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তাড়া। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Nabanna Abhijan: জলকামান, নাগারে কাঁদানে গ্যাসের সেল ফাটানো, ইট-পাথর বৃষ্টি... নবান্ন অভিযানে ধুন্ধুমার-কাণ্ড দিনভর। আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস খুনে দোষীদের বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। নবান্ন অভিযান আটকাতে শুধু রাস্তা খুঁড়ে ব্যারিকেড বা স্পট লোহা ঝালাই নয়, ব্যবহার করা হয়েছে কন্টেনারও। মঙ্গলবার আন্দোলনকারীদের থামাতে নাজেহাল হতে হয়েছে কয়েক হাজার পুলিশকে। 

Advertisment

পুলিশের মাথার ওপর চাপ ছিল আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, তবে কেউ কেউ জানিয়েছেন তাঁরা নিপাট সাধারণ মানুষ, কোনও রাজনীতির সঙ্গে তাঁরা যুক্ত নয়। কলকাতায় এদিন রীতিমতো বনধের চেহারা বজরে আসে। এর আগে বাম, বিজেপি নবান্ন অভিযান করেছে। সেক্ষেত্রে নির্দিষ্ট মিছিল বা দিকগুলিতে নেতৃত্বের দায়িত্বও নির্দিষ্ট থাকে। আগেভাগে রুট-সহ তা ঘোষণাও করে দেয় সংশ্লিষ্ট রাজনৈতিক দল। গতকাল, সোমবার কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ৭ প্রতিনিধি সাংবাদিক বৈঠকের মঞ্চে হাজির ছিলেন। তাঁদের কয়েকজনকে সোমবার রাতেই পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া নির্দিষ্টভাবে মিছিলের নেতৃত্ব দিতেও সেভাবে অন্যদের দেখা যায়নি।

এদিন বারে বারে দেখা গিয়েছে পুলিশ এগিয়েছে, আবার পিছিয়ে গিয়েছে। বিক্ষোভকারীদের তেড়ে নিয়ে গিয়েছে পুলিশ। এদিন রোবোকপ থেকে আধুনিক জ্যাকেট, হাতে লাঠি, জলকামান, টিয়ার গ্যাসের সেল নিয়ে বিক্ষোভকারীদের সামলিয়েছে পুলিশ। জলকামানের জলও শেষ হয়ে যায়। এদিন বারে বারে পুলিশের দিকে তেড়ে গিয়েছে বিক্ষোভকারীরা। এদিন ফোর্ট উইলিয়াম সাউথ গেটের সামনের রাস্তায় আন্দোলনকারীদের হঠাতে ভুরি ভুরি টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। তৎক্ষনাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশকে অসন্তোষের কথা মৌখিকভাবে বলা হয়েছে। তাছাড়া হাওড়া, বাবুঘাট, এমজি রোড, হেস্টিংসেও জলকামান ও নাগারে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। পুলিশ যেমন লাঠি চালিয়েছে, তেমন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও হয়েছে।

Despite large settlement, police had to face a lot of trouble to stop the chaos in Nabanna abhijan, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পুলিশ
আন্দোলনকারীদের থামাতে পুলিশি সক্রিয়তা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

নবান্ন অভিযান ঠেকাতে ব্যাপক পুলিশি আয়োজন সত্ত্বেও বিক্ষোভকারীদের হঠাতে কালঘাম ছুটে গিয়েছে পুলিশের। এক্ষেত্রে আন্দোলনকারীদের নির্দিষ্ট দিশা দেওয়ার জন্য কোনও নেতৃত্ব ছিল না। বিক্ষোভকারীরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন কতটা এগোবেন, কতটা পিছোবেন, আবার এগোবেন। এই দৃশ্য কম-বেশি প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই অভিযোগ করেছিল এই নবান্ন অভিযান গেরুয়া শিবিরের। সিপিএম অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল।

Despite large settlement, police had to face a lot of trouble to stop the chaos in Nabanna abhijan, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পুলিশ
পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে এগোচ্ছে মিছিল। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Despite large settlement, police had to face a lot of trouble to stop the chaos in Nabanna abhijan, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পুলিশ
এক আন্দোলনকারীকে সরিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

হেস্টিংসে ভাবনীপুর থেকে এসেছিলেন গৃহবধূ রূপা বোস। তাঁর কথায়, "আমি হেস্টিংসে এসেছি এই আন্দোলনকে সমর্থন করতে। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যেভাবে প্রমাণ লোপাট হয়েছে তাতে সিবিআই অপরাধী ধরবে কী করে আমার মনে প্রশ্ন আছে।" এদিন আন্দোলনকারীদের হাতে দেখা গিয়েছে জাতীয় পতাকা। মোট ৯৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বুধবার বিজেপি ১২ ঘন্টার বনধ ডেকেছে।

Despite large settlement, police had to face a lot of trouble to stop the chaos in Nabanna abhijan, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, পুলিশ
রাস্তায় পড়ে ইটের টুকরো। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Bengal Police kolkata police Nabanna Abhijan
Advertisment