Joyprakash Das 
                    
                        জয়প্রকাশ দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর। দীর্ঘ ২৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০১ সাল থেকে রাজ্যের পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা নির্বাচন কভার করে চলেছেন। রাজ্যের প্রথম সারির একাধিক টিভি চ্যানেল ও সংবাদপত্রে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর সংগ্রহ ও দ্রুত তা পাঠককে জানানোর ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকেন। এক্সক্লুসিভ ইন্টারভিউ, স্পেশাল স্টোরি, রাজনৈতিক খবর থেকে শুরু করে গ্রাউন্ড জিরো রিপোর্টিংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। খেলাধূলা, বেড়ানো ও বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন।