/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/kolkata-metro-759-1.jpg)
চালকের ঘোরতর সংকট, পরিষেবা বাড়িয়ে হোঁচট খাচ্ছে কলকাতা মেট্রো
Kolkata Metro Operations Uncertain: বিশ বাঁও জলে মেট্রোর ট্রেন অপারেটরের নিয়োগ। বিজ্ঞাপন দিয়েও অবশেষে তা প্রত্যাহার করল কলকাতা মেট্রো। চালক সংকটে নাস্তানাবুদ কলকাতা মেট্রো।
ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সাংঘাতিক অভিযোগ, তদন্তে কমিটি গঠন
দিনের পর দিন কলকাতা মেট্রোয় প্রকট হচ্ছে চালক সংকট। অবসরের পর সেই অর্থে চালক প্রায় নিয়োগ হয়নি বললেন চলে। এদিকে চালক সংকটের মাঝেও চলতি মাসে কমপক্ষে ১৩ জন মেট্রো চালক অবসর নিতে চলেছেন। কিন্তু তার বদলে হচ্ছে না নয়া নিয়োগ। তাতে করেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আদৌ ছুটবে তো মেট্রো? উঠছে প্রশ্ন।
বর্তমানে কলকাতা মেট্রোয় ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো বেলেঘাটা পর্যন্ত রুট সম্প্রসারণের চিন্তা ভাবনা রয়েছে মেট্রোর। তাছাড়াও নোয়াপাড়া-বিমানবন্দর ইয়েলো লাইনে শুরু হতে পারে পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত রুটও আর মাত্র কয়েকদিনের মধ্যে জুড়ে যাওয়ার কথা। সে ক্ষেত্রে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথে মেট্রো ছুটবে।
শনিবার কলকাতায় KKR-এর ম্যাচ, দর্শকদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো! ভাড়াতেও বদল
এই রুটগুলিতে পরিষেবা চালু হওয়ার পরে স্বাভাবিক ভাবেই বাড়বে চালকের চাহিদা। ঘাটতি পূরণে গত বছরই দক্ষিণ পূর্ব রেল থেকে ২৫ চালকে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ার কাজ চালাচ্ছে মেট্রো। পাশাপাশি মেট্রোর ইয়ার্ডে ট্রেন শান্টিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের মধ্য থেকে কয়েকজনকে দেওয়া হচ্ছে চালকের ট্রেনিং। এর মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে মেট্রো রেল।
যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট ছাড়াও নিউ গড়িয়া বিমানবন্দর রুটে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালিং। এই সিস্টেমে ট্রেন চলবে অটোমেটিক মোডে। চালকের উপর সেভাবে বিশেষ কোন দায়িত্ব থাকবে না। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বর্ধিত সংখ্যার ট্রেন চালানোর জন্য অন্তত ৫৫ থেকে ৬০ জন চালক লাগতে পারে বলে দাবি। এই মুহূর্তে এই রুটে আছে মাত্র ৩৫ জন চালক। পরিস্থিতি সামাল দিতে ভবিষ্যতে ট্রেন অপারেটর কাম স্টেশন কন্ট্রোলার পদে কর্মী নিয়োগে চিন্তা ভাবনা করছে মেট্রো রেল। মেট্রোতে সরাসরি ড্রাইভার নিয়োগ হচ্ছে RRB- এর মাধ্যমে। তাই এই নোটিফিকেশন প্রত্যাহার করা হয়েছে।