/indian-express-bangla/media/media_files/2025/03/21/Mq5z2kSzfOQvJWlsaoVV.jpg)
Kolkata Metro-IPL 2025: কেকেআর ম্যাচে বাড়তি মেট্রো।
kolkata metro special service after kkr vs rcb ipl 2025 match: এবারের IPL-এর যাত্রা শুরু হচ্ছে কলকাতা দিয়ে। আগামী ২২ মার্চ অর্থাৎ শনিবার কলকাতায় IPL-এর প্রথম ম্যাচ। ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই আইপিএল ম্যাচের দিন কলকাতায় ইডেন গার্ডেন্স হাউসফুল থাকবে। ম্যাচ দেখতে আসা দর্শকদের সুবিধার্তে শনিবার বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)।
আগামী ২০ মার্চ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, CAB এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষের তরফে ম্যাচের দিন অতিরিক্ত মেট্রো সার্ভিস দেওয়ার আবেদন করা হয়েছিল। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে এবার আইপিএলের প্রথম ম্যাচ অর্থাৎ ২২ মার্চ তারিখে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের দিন রাতে কলকাতা এবং শহরতলীর ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা মিলবে।
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, স্মার্ট কার্ড, টোকেন এবং কাগজ ভিত্তিক QR টিকিট বিক্রির জন্য বুকিং কাউন্টারগুলি শুধুমাত্র ওল্ড এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে খোলা থাকবে। তবে এই বিশেষ পরিষেবার জন্য সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটের জন্য ১০ টাকা সারচার্জ হিসেবে দিতে হবে।
IPL-এর ম্যাচ শেষে শনিবার কখন মিলবে মেট্রো?
আপ (এসপ্ল্যানেড to দক্ষিণেশ্বর)
এসপ্ল্যানেড স্টেশন থেকে ট্রেন ছাড়বে রাত ১২.১৫ মিনিটে।
ডাউন (এসপ্ল্যানেড to কবি সুভাষ)
এসপ্ল্যানেড থেকে রাত ১২.১৫ মিনিটে ছাড়বে।
এসপ্ল্যানেড to হাওড়া ময়দান
এসপ্ল্যানেড থেকে রাত ১২.১৫ মিনিটে।
আরও পড়ুন- RG Kar Case: ফের আরজি করের নারকীয় কাণ্ড নিয়ে তুঙ্গে চর্চা, নার্সদের পর নিরাপত্তারক্ষীদের CBI তলব