Boro Kali Barasat: বড়মা'র মন্দিরে দুঃসাহসিক চুরি, তুমুল চাঞ্চল্য বারাসাতে, শুরু পুলিশি অভিযান

Barasat News : বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিসি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

Barasat News : বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিসি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

author-image
IE Bangla Web Desk
New Update
Police Started Investigation on Barasat Boro kali temple robbery case CCTV footage goes viral

বড়মা'র মন্দিরে দুঃসাহসিক চুরি, তুমুল চাঞ্চল্য বারাসাতে, শুরু পুলিশি অভিযান

Barasat News : খোদ বারাসাত শহরের প্রাণকেন্দ্রে বড়মা মন্দিরে দুঃসাহসিক চুরি। পুলিসের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন। 

Advertisment

বড়মার মন্দিরে এবার ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। বারাসাতের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বড় মা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিসি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। 

ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, পরনে বারমুডা ও নীল জামা, মাথায় টুপি পরা মাঝবয়সী এক যুবক বড় মা কালী মন্দিরের প্রণামী বাক্স নিয়ে টানাটানি করছে। এরপর মন্দিরের রেলিংয়ের সঙ্গে বাঁধা থাকা প্রণামী বক্সের শিকল ভাঙল। তারপর সে চলে যায় পাশের গলিতে। এর কয়েক সেকেন্ড পর ফিরে এসে বুকে করে আগলে প্রণামি বক্সটি নিয়ে চলে যায়। 

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, রাস্তায় পড়ে একরত্তি শিশু, চোখের সামনেই চাকায় পিষ্ট বাবা

Advertisment

সাতসকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। মন্দিরের পুরোহিত বিদ্যাধর সৎপতি বলেন, প্রণামী বক্সে অনেক টাকা ছিল। সেটি তুলে নিয়ে সব টাকায় গায়েব করে দিয়েছে দুষ্কৃতী। আর প্রনামী বক্স পড়েছিল পাশের একটি জঙ্গলে। পুলিস এসে তা উদ্ধার করেছে। বারাসাত শহরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। এবার আমাদের মন্দিরও রেহাই পেলে না। ফলে, বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Barasat