/indian-express-bangla/media/media_files/2025/10/06/cats-2025-10-06-10-43-26.jpg)
হাসপাতালের ট্রমা সেন্টারে মৃত্যুমিছিল।
আইসিইউ থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া! ঝলসে গেলেন একের পর এক মুমূর্ষু রোগী। লক্ষ্মীপুজোর দিনে হাসপাতালের ট্রমা সেন্টারে মৃত্যুমিছিল।
শনিবার রাতে জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা আট রোগীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। দমকল ও পুলিশের কর্মকর্তারা সাহসিকতার সঙ্গে আরও ১০ জনেরও বেশি রোগীকে উদ্ধার করেছেন। পরিস্থিতি পর্যালোচনা করতে হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। প্রশাসন ও হাসপাতালের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছেন মৃত ও আহতদের পরিবারের সদস্যরা।
#WATCH | Jaipur, Rajasthan | Several people, including the relatives of the victims of the fire incident at the ICU ward of Sawai Man Singh (SMS) Hospital, protest against the state government and hospital administration.
— ANI (@ANI) October 6, 2025
Six patients lost their lives in the fire incident. pic.twitter.com/mDta3GudxZ
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে হঠাৎ করেই ট্রমা সেন্টারের নিউরো আইসিইউ থেকে ধোঁয়া উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা গ্রাস করে নেয় পুরো আইসিইউটিকেই। ছাই হয়ে যায় সব কিছুই।ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় চার ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে আইসিইউর বেশিরভাগ অংশ পুড়ে যায়। ঝলসে মৃত্যু হয়েছে আটজন রোগীর। পুড়ে ছাই হয়ে গিয়েছে কোটি টাকার বেশি মূল্যবান চিকিৎসা সামগ্রী। ঘটনার পরই হাসপাতাল চত্ত্বর জুড়ে কান্নার রোল পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন রোগী ও পরিবারের লোকজন।
এদিকে ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা,হাসপাতাল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। এই ভয়াবহ ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, “রাজস্থানের এসএমএস হাসপাতালে আগুনে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
The loss of lives due to a fire tragedy at a hospital in Jaipur, Rajasthan, is deeply saddening. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 6, 2025
প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সচিন পাইলট বলেন, “রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএমএস-এ এমন দুর্ঘটনা প্রশাসনিক অবহেলার ফল। এই মৃত্যু এড়ানো যেত।” লোকসভার স্পিকার ওম বিড়লাও শোক প্রকাশ করে বলেছেন, “জয়পুরের এসএমএস হাসপাতালের এই দুর্ঘটনা বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি রইল।”