West Bengal News Updates:রাজনীতিতে হিংসার কোন স্থান নেই, বিজেপি নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠলেন রাজনাথ সিং

West Bengal News Updates 6 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 6 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
operation sindoor news, operation sindoor live, india pakistan news, pahalgam terror attack,jaish-e-mohammed,jaish chief masood azhar,india pakistan news,india pakistan war,india pakistan news latest,india news,india attacks pakistan,operation sindoor,operation sindoor india,lashkar e taiba,muridke,bahawalpur,pm modi,pm modi on operation sindoor,operation sindoor news,operation sindoor press release,operation sindoor pakistan response,india pakistan news live,অপারেশন সিঁদুর,ভারত পাকিস্তান উত্তেজনা,রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

North Bengal floods-IMD red alert:নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।

Advertisment

এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে এক পোষ্টে লিখেছেন, " নাগরাকাটার ঘটনা নিয়ে টেলিফোনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার কাছে ঘটনার বিস্তারিত জানতে চান এবং স্পষ্ট বার্তা দিয়েছেন, “রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গের মানুষ এই অন্যায় ও অত্যাচার কখনো মেনে নেবে না। সবাই মিলে এই হিংসার রাজনীতি প্রতিহত করতে হবে।” বাংলার মানুষ গণতন্ত্রের শক্তিতে বিশ্বাস রাখে। পাশাপাশি সাংসদ খগেন মুর্মু ও আহত বিজেপি কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি"।

নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলা নিয়ে এবার সোচ্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূলকে তুলোধোনা করে মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন "যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।"

Advertisment

 অবশেষে ঘোষণা হয়ে গেল বিহার নির্বাচনের নির্ঘন্ট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, "এবার বিহারের নির্বাচন সুষ্ঠু ও সহজ হবে। আমরা নির্বাচনের জন্য বিহারের জনগণের সহযোগিতা চাই। বিহারে মোট ৭.৪২ কোটি ভোটার রয়েছেন। এর মধ্যে ৩.৯২ কোটি মহিলা ভোটার এবং ৩.৫ কোটি পুরুষ ভোটার। ১৪ লক্ষ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১২০০ জন ভোটার থাকবেন।" একই সঙ্গে ভুয়ো খবরের বিষয়ে কড়া অ্যাকশন নেওয়া হবেও এদিন আশ্বস্ত করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, "এবার বিহার নির্বাচনে ১৭টি উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটার তালিকার সমস্ত ত্রুটি দূর করা হয়েছে। বিহার মডেলটি সারা দেশে বাস্তবায়িত হবে। ভোটাররা তাদের ফোন ভোটকেন্দ্রের বাইরে জমা দিতে পারবেন এবং ভোট দেওয়ার পরে তা ফেরত নিতে পারবেন। তিনি আরও বলেন যে বিহারে মোট ৯০,০০০ বুথে ভোট পরিচালনা হবে"।  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, "ইভিএমগুলিতে সকল প্রার্থীর রঙিন ছবি থাকবে এবং তাদের নাম মোটা অক্ষরে লেখা থাকবে। একটি বুথে ১২০০ জনের বেশি ভোটার থাকবে না"। বিহার বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১১ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ভোটগণনা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভোটগণনা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি বিধায়ক-সাংসদ। এনিয়ে এবার মুখ্যমন্ত্রীকে বেনজির নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আতঙ্ক গ্রাস করেছে। উত্তরবঙ্গ যখন ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের কবলে, যখন বহু মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ আশ্রয়হীন, সহায় সম্বলহীন হয়ে পড়েছেন, তখন সেই সময়ে তিনি সেলিব্রিটিদের সঙ্গে কার্নিভালে নাচানাচি করছিলেন। তাঁর এই অমানবিক আচরণে পশ্চিমবঙ্গের মানুষ যে ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ এই বাস্তবটা দেরীতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে উপলব্ধি করেছেন। অন্যদিকে, বিজেপি'র সাংসদ ও বিধায়করা দুর্যোগপূর্ণ এলাকায় গতকাল থেকেই সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যমত ত্রাণ, খাবার ও সহায়তা ক্ষতিগ্রস্থ মানুষ গুলির কছে পৌঁছে দিচ্ছেন। এখন নিজের ব্যর্থতা ঢাকতে ও ক্রমবর্ধমান জনরোষে হতচকিত মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কের পরিবেশ তৈরী করার অস্ত্রটিকে বেছে নিয়েছেন— তাঁর তথাকথিত “বিশেষ সম্প্রদায়"-এর গুন্ডাদের বিজেপি নেতাদের ওপর হামলা করতে উস্কানি দিয়েছেন, যাতে তাঁরা ত্রাণ কাজে বা অন্যান্য সাহায্য মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন। আজ মালদহ উত্তরের সাংসদ শ্রী খগেন মুর্মু নাগরাকাটায় যখন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বন্যা-দুর্গত এলাকায় যাচ্ছিলেন তখন তৃণমূলের দুষ্কৃতীদের হাতে ভয়াবহ আক্রমণের শিকার হয়েছেন। ওনাকে পাথর দিয়ে মারা হয়েছে এবং ওনার মুখ ভয়ানকভাবে ক্ষতবিক্ষত হয়েছে । অপর দিকে বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের গাড়িতেও হামলা চালানো হয়েছে, ওনার গোটা শরীরে কাঁচের ছোটো ছোটো টুকরো ঢুকে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় এই হামলা পুলিশের উপস্থিতিতেই হয়েছে, এবং পুলিশ নির্বিকারভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় — বিজেপিকে এই ভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না। আপনার ভয় ও তোষণের রাজনীতি বাংলার জনগণের ঐক্য ও সাহসের কাছে পরাস্ত হবে"।

দীর্ঘ কয়েক বছর পর স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর পরীক্ষা নির্বিঘ্নে মিটেছে। গত মাসেই এসএসসি-এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার পালা ফল প্রকাশের। চলতি মাসেই অর্থাৎ এই অক্টোবর মাসেই পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এরপর আগামী মাস অর্থাৎ নভেম্বরে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-এর গোটা প্যানেল বাতিল হয়ে যায়। এরাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এরপর বহু আইনি জটিলতার পর সেই সুপ্রিম নির্দেশেই নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। সেই পরীক্ষার ফল এই মাসেই প্রকাশিত হতে পারে। 

প্রকৃতির ভয়াল রোষে তছনছ পাহাড়নগরী দার্জিলিং। গত শনিবার রাত থেকে চলা একনাগাড়ে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একের পর এক জেলা বিধ্বস্ত। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলায়-জেলায় বেনজির বিপর্যয়ের জেরে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। এদিকে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া। 

আরও পড়ুন- Jaldapara National Park: বন্যার গ্রাসে উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স, জলদাপাড়া পর্যটকদের জন্য আপাতত বন্ধ

হিমাদ্রি পুরকাইত নামে নিখোঁজ ওই পড়ুয়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবারের বাসিন্দা। তার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারছেন না বাড়ির লোকজন। দার্জিলিঙের সুখিয়াপোখরির সোনাদায় একটি হোমস্টেতে বন্ধুদের সঙ্গে উঠেছিলেন হিমাদ্রি। শনিবার রাত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বাড়ির লোকজন।

আরও পড়ুন- Darjeeling Rains Live Updates:প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধ্বস, বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে মৃত কমপক্ষে ২০, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, আজ কোজাগরী লক্ষ্মীপুজো বাংলার ঘরে ঘরে। শহর থেকে জেলা, সর্বত্র ধনদেবীর আরাধনা। আজ প্রায় সব হিন্দু বাঙালির বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা। আশ্বিন মাসে শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। এই বছর এই দিনটি পড়েছে আজ অর্থাৎ ৬ অক্টোবর।

আরও পড়ুন-North Bengal Weather Forecast: প্রকৃতির ভয়াল রোষে দার্জিলিং, ডুয়ার্স! বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

  • Oct 06, 2025 17:46 IST

    West Bengal news live updates:নাগরাকাটায় হামলাকারীদের 'চিহ্নিত' করলেন শুভেন্দু

    নাগরাকাটায় বিজেপি সাংসদ, বিধায়কের উপর হামলা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় তিনি এদিন লিখেছেন, "তৃণমূলের সেই এক 'সন্ত্রাসবাদ মডেল', দেখুন কাদের ব্যবহার করা হয় আজকের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষদের ওপর এই নির্মম প্রাণঘাতী আক্রমণ ঘটাতে।ঠিক যেই সব দুর্বৃত্তদের এনেছিল কোচবিহারের খাগড়াবাড়িতে আমার ওপর আক্রমণ করতে, সেই ভাবেই এখানেও একই ভাবে সেই 'বিশেষ সম্প্রদায়ের' কিছু উচ্ছৃঙ্খল আইন অমান্যকারীদের পরিকল্পিত ভাবে জড়ো করা হয় এই ঘৃণ্য অপরাধ-অরাজকতা ঘটাতে।এরা নিজেরাই আতঙ্কিত যে মমতা সরকার চলে গেলে এদের বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত যে ক্ষমতায় টিকে থাকতে হলে এদের খোলা ছাড় দিতে হবে নয় তো এরাই কোনো দিন ঘটী উল্টে দিবে।এরা একে অপরের পরিপূরক তাই রাজ্যে আইনের শাসন বিলুপ্ত হয়ে গেছে..."



  • Oct 06, 2025 11:22 IST

    West Bengal News Live Updates:বাংলায় এই প্রান্তে স্বপ্নের উদ্যোগ রেলের!

    পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের অন্তর্গত রানাঘাট–বনগাঁ রেলপথ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে পরিচিত। বনগাঁ স্টেশন (যা আন্তর্জাতিক সীমান্তের নিকটে অবস্থিত) থেকে এই রেলপথটি শিয়ালদহ–কৃষ্ণনগর মূল লাইনের সঙ্গে যুক্ত, যা যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে দ্রুত ও সহজ সংযোগ নিশ্চিত করে।

    বিস্তারিত পড়ুন- Indian Railways: বাংলায় এই প্রান্তে স্বপ্নের উদ্যোগ রেলের! আরও মসৃণ পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপ



  • Oct 06, 2025 11:21 IST

    West Bengal News Live Updates:তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি

    রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিমের একটি চায়ের দোকান রয়েছে ওই মোড়েই। সেদিনও তিনি প্রতিদিনের মতো দোকানে বসে ছিলেন।

    বিস্তারিত পড়ুন- TMC: লোডশেডিং হতেই শুরু 'অপারেশন'! তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি



  • Oct 06, 2025 10:53 IST

    West Bengal News Live Updates: ICU তে বিধ্বংসী আগুন,ঝলসে মৃত্যু একের পর এক মুমূর্ষু রোগীর

    আইসিইউ থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া! ঝলসে গেলেন একের পর এক মুমূর্ষু রোগী। হাসপাতালের ট্রমা সেন্টারে মৃত্যুমিছিল। 

     



Landslide north bengal darjeeling CM Mamata banerjee Bengali News Today