FM Radio: দারুণ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। এবার দেশের ২৩৪টি নতুন শহরে মোট ৭৩০টি নতুন FM রেডিও চ্যানেল চালুর জন্য জোরদার তৎপরতা শুরু করে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মাতৃভাষায় স্থানীয় বিষয়বস্তুর ওপর আকর্ষণ আরও বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই কেন্দ্রীয় সরকারের এই তৎপরতা।
কেন্দ্রীয় সরকার বার্ষিক লাইসেন্সিং ফি শর্তাবলি পরিবর্তনের প্রস্তাবও অনুমোদন করেছে। অফিসিয়াল বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, "মন্ত্রিসভা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যতীত মোট রাজস্বের চার শতাংশ হিসাবে FM চ্যানেলের বার্ষিক লাইসেন্স ফি (এএলএফ) চার্জ করার প্রস্তাব অনুমোদন করেছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এব্যাপারে তাঁর এক্স-এ একটি পোস্টে বলেছেন, "২৩৪টি শহর ও শহরে প্রাইভেট এফএম রেডিও চালু করার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বিভিন্ন এবং স্থানীয় বিষয়বস্তুতে আকর্ষণ বাড়াবে। এই তৎপরতা সৃজনশীলতাকে উত্সাহিত করবে এবং স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে উত্সাহিত করবে।"
আরও পড়ুন- আবারও দানা বাঁধছে নিম্নচাপ, বর্ষার ভয়াল মূর্তি দেখবে দক্ষিণবঙ্গ! আবহাওয়ায় তুফান বদল কবে?
গোটা দেশের মধ্যে মোট ২৩৪টি শহরে নতুন এফএম চ্যানেল চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক শহরে চালু হবে নতুন এফএম চ্যানেল। এরাজ্যের মোট ১২টি শহরে চালু হতে চলেছে নতুন এফএম চ্যানেল। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের যে শহরগুলিতে নতুন এফএম চ্যানেল চালুর অনুমোদন মিলেছে, সেগুলি হল, আলিপুরদুয়ার, বহরমপুর, বালুরঘাট, বনগাঁ, বাঁকুড়া, বর্ধমান, দার্জিলিং, ধুলিয়ান, ইংরেজবাজার, খড়গপুর, কৃষ্ণনগর এবং পুরুলিয়া।
আরও পড়ুন- IMA: 'অ্যাকশনে' IMA, আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ