/indian-express-bangla/media/media_files/2025/10/18/cats-2025-10-18-18-55-22.jpg)
ওটিটি-তেপাঁচ কুখ্যাত ব্যক্তির বাস্তব কাহিনি
/indian-express-bangla/media/media_files/2025/10/18/dfsdgfdsgedgerg-2025-10-18-18-50-37.jpeg)
শিহরণ জাগানো পাঁচ কাহিনি
পাঁচটি শিহরণ জাগানো বাস্তব ঘটনা অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে গণশত্রু। এই থ্রিলার সিরিজ 'গণশত্রু'-র নির্দেশনার দায়িত্বে পাঁচ পরিচালক। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, পাওলি দাম, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, আয়ুষ দাস, পারমিতা মুখোপাধ্যায়। অন্যদিকে পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ নির্দেশক মধুরা পালিত, শমীক রায়চৌধুরী, অভিরূপ ঘোষ, শ্রীমন্ত সেনগুপ্ত, সায়ন দাশগুপ্ত। উল্লেখ্য, শমীক রায়চৌধুরীর ডেবিউ সিরিজ গণশত্রু।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/3er23rr-2025-10-18-18-52-59.jpg)
বাস্তব ঘটনা অবলম্বনে
বাংলার অপরাধ জগতের কিছু কুখ্যাত ব্যক্তিত্বের জীবনের গল্প ওবার ওটিটির পর্দায়। ভিন্ন সময়কালের বাংলার কুখ্যাত অপরাধীদের নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ 'গণশত্রু'। পাঁচজন সমাজবিরোধীর গল্প উঠে আসবে যারা বিভিন্ন সময়ে এ রাজ্যের ত্রাস ছিল। বাংলার ভয়ঙ্কর অপরাধীদের উত্থান-পতন, শোষণ ক্ষমতা, সমাজের অন্ধকার দিকই প্রতিফলিত হবে এই 'গণশত্রু' সিরিজে।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/sfswfseferfe-2025-10-18-18-50-37.jpeg)
পাওলি যখন ত্রৈলোক্যতারিণী
ব্রিটিশ আমলে কলকাতা শহরে একের পর এক নারীহত্যা! এই ভয়ংকর ঘটনা ঘটিয়ে কুখ্যাত হয়েছিল ত্রৈলোক্যতারিণী। গয়নার লোভে যৌনকর্মীর ছদ্মবেশে খুন করত। আপকামিং সিরিজে এই চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। পাওলির এহেন রুদ্ররূপ আগে কখনও দেখেনি দর্শক, সে কথা বলাইবাহুল্য।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/sdfsrdrf-2025-10-18-18-50-37.jpeg)
হুব্বা শ্যামল রুদ্রনীল
হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। এই সিরিজে আরও এক নয়া অবতারে রুদ্রনীল নিজেকে ভেঙেচুরে দর্শকের সামনে মেলে ধরবেন তা ফার্স্ট লুকেই স্পষ্ট।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/sfgdfg-2025-10-18-18-50-37.jpeg)
গুরুত্বপূর্ণ চরিত্র
অন্য গুরুত্বপূর্ণ চরিত্র সিরিয়াল কিলার চেনম্যান। পরিবারের সদস্যদের খুন করে হাজতবাস করা সজল বারুই ও বউবাজার বিস্ফোরণের পাণ্ডা রশিদ খানের গল্পও উঠে আসবে এই ক্রাইম থ্রিলারে।
/indian-express-bangla/media/media_files/2025/10/18/sdfsdf-2025-10-18-18-50-37.jpeg)
চেনম্যান দেবপ্রিয়
চেনম্যানের চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। কিশোর সজল বারুই-এর চরিত্রে রয়েছেন আয়ুষ দাস। রশিদ খানের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। পাঁচটি গল্পের সমন্বয়ে তৈরি এই সিরিজটি বলবে বাস্তবের গল্প। অপরাধ জগতের পাঁচ কুখ্যাত ব্যক্তিকে একসঙ্গে পর্দায় ফুটিয়ে পাঁচ পরিচালক কতটা সাবলীল সেটা তো সময় বলবে।