BJP Dilip Ghosh: ভোট পরবর্তী হিংসা এখনও বহাল রয়েছে রাজ্যে, এমনই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সদর দফতরের সামনে ৫৪টি তাজা বোম পাওয়া যেতেই উত্তপ্ত হয় গোটা পরিস্থিতি। যা নিয়ে রাজ্য প্রশাসনকেই দুষেছেন তিনি।
কী জানিয়েছেন দিলীপ ঘোষ?
"কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই ঘটনা আগে জানতে পারে যে বিজেপির সদর দফতরের পাশে ৫৪টি তাজা বোমা রয়েছে। এরপর তাঁদের থেকে জানতে পারে পুলিশ। রাজ্য পুলিশ কী করছে সারাদিন? আর এত বোমা এল কী করে? তবে কি ভোটে যা বিস্ফোরণ করা হয়নি, সেগুলোকে রেখে দেওয়া হয়েছে এখানে? ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত।"
আরও পড়ুন, শুভেন্দুর বিরুদ্ধে ‘ত্রাণ চুরির’ বিস্ফোরক অভিযোগ, দায়ের FIR
বিজেপির রাজ্য সভাপতির কথায়, "নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের বাড়িতে, কার্যালয়ে বোম মারা হয়েছিল। হেস্টিংসের সামনে বারবার আক্রমণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর আমাদের ৩২ জন কর্মী হত্যা হয়েছে। পশ্চিমবাংলায় একটাই শিল্প ভাল চলে তা হল বোমাশিল্প। আগে গ্রামে গ্রামে চলত এখন কলকাতার বুকে চলছে। সাধারণ মানুষকে বলব সতর্ক থাকতে। আমরা আপনাদের সঙ্গে আছি।"
এদিকে, এদিন বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একাধিক টুইটে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যপাল টুইটে লিখেছিলেন, ‘রাজ্যে যেভাবে ক্রমাগত ভোট পরবর্তী হিংসা চলছে, তাতে মানবতা লজ্জায় পড়বে। পুলিশ কিছু করছে না।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন