Advertisment

যোগীরাজ্য়ে এবার ভোটে লড়ছে কেজরির আপ

যোগীরাজ্য়ে স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
arvind kejriwal, অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল।

উত্তরপ্রদেশে এবার ভোটে লড়বে আম আদমি পার্টি। ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ, মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। যোগীরাজ্য়ে স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী। এ প্রসঙ্গে কেজরি বলেছেন, ‘‘কয়েকজন জিজ্ঞাসা করেন, আমরা উত্তরপ্রদেশে কী আনব। আমরা স্বচ্ছ রাজনীতি আনব। যেটা অনেক রাজনৈতিক দলই রাজ্য়ে আনতে পারেনি’’।

Advertisment

টুইটারে একটি ভিডিওতে কেজরিওয়াল বলেন, নোংরা রাজনীতি ও দুর্নীতিগ্রস্ত নেতারা উত্তরপ্রদেশের উন্নয়নকে পিছনে ফেলে রেখেছেন। আপ কনভেনর বলেন, ‘‘লোকেরা জিজ্ঞেস করবেন, আমরা কেন ওই রাজ্য়ে ভোটে লড়ছি। অনেক রাজনৈতিক দল উত্তরপ্রদেশ শাসন করেছেন কিন্তু তাঁরা সকলে তাঁদের নিজেদের আখের গুছিয়েছেন’’।

আরও পড়ুন: ‘অন্নদাতাদের দেশদ্রোহী বলা আমাদের সংস্কৃতি নয়’, কেন্দ্রকে দেগে কৃষকদের পাশে উদ্ধব

কেজরি আরও বলেন, ‘‘কানপুরের এক যুবককে কেন দিল্লিতে কলেজের জন্য় আসতে হয়, কেন কোনও প্রবীণ রোগীর চিকিৎসার জন্য় তাঁদের দিল্লিতে নিয়ে আসতে হয়’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment