পাঞ্জাবে দলের অভ্যন্তরীণ কলহ চরমে। মুখ্যমন্ত্রীর কুর্শি ছাড়তে হয়েছে ক্যাপটেন অনরিন্দর সিংকে। বিধানসভা ভোটের আগে পাঞ্জাব ও হাত শিবিরের অভ্যন্তরীণ রাজনীতিতে যা বেশ তাৎপর্যবাহী। এরই মধ্যে শাসক দলের মধ্যেকার বিবাদ, ক্যাপটেনের পদত্যাগকে তুলে ধরে কংগ্রেসকে বিদ্রুপ করেছে আম আদমি পার্টি। শতাব্দী প্রাচীন দলটিকে ডুবন্ত টাইটানিকের সঙ্গে তুলনা করেছে আপ।
আপ নেতা রাঘব চাড্ডা এক ভিডিও বার্তায় বলেছেন, 'পঞ্জাব কংগ্রেসে দীর্ঘ কয়েক মাস ধরে যে গেম অব থ্রোনস চলছে, তার জেরে রাজ্যের প্রশাসনিক ব্য়বস্থা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। প্রশাসনিক ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে। ক্ষমতা দখলের এই নোংরা খেলায় ব্যবহত পঞ্জাবের উন্নয়ন।'
২০২২ সালে পাঞ্জাবে নির্বাচন। সেই ভোটে আপের অন্যতম মুখ রাঘব চাড্ডা। তাঁর কটাক্ষ, 'কংগ্রেস পাঞ্জাবেব মানুষদের সঙ্গে প্রতারণা করেছে। রাজ্যের উন্নয়নের বদলে ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেশি ভেবেছে ও গুরুত্ব দিয়েছে। কংগ্রেস হল ডুবন্ত টাইটানিক, যার কোনও ভিশন এবং কাজের দায়বদ্ধতাও নেই।'
টুইটে চাড্ডা লিখেছেন, 'কংগ্রেসের গেম অফ থ্রোনস-এ পাঞ্জাবের শাসনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে।'
আরও পড়ুন- মুখ্যমন্ত্রিত্ব খোয়ালেন ক্যাপ্টেন অমরিন্দর, ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে
মুখ্যমন্ত্রিত্ব ছেড়েই এ দিন কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন ক্যাপটেন অমরিন্দর সিং। বলেন, 'আমি আজ সকালে সনিয়াজিকে ফোন করেছিলাম। বলেছিলাম যে আমি ইস্তফা দিচ্ছি। গত দু’মাসে তিনবার পরিষদীয় দলের বৈঠক ডাকা হচ্ছে। ওরা আমার কাজ ও দায়বদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। আমি অপমানিত। তাই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি।'
এবার কী তাহলে হাত ছাড়বেন ক্যাপটেন? রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশের পর সাংবাদিকরদের এই প্রসঙ্গে কিছুই স্পষ্ট করেননি তিনি। বলেছেন, '৫২ বছর রাজনীতি করছি। আমার সমর্থকদের সঙ্গে কথা বলব। তারপরই রাজনৈতিক ভবিষ্যত স্থির করব। ভবিষ্যতের রাজনীতি সবসময়ই থাকে, এটি একটি বিকল্প, সময়, সুযোগ এলে আমি সেই বিকল্পটি ব্যবহার করব।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন