চলতি মাসের ১১ তারিখেই একরাশ ক্ষোভ উগরে পদ্ম-ত্যাগ করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। জল্পনার শুরুয়াৎ সেখান থেকেই। রাজনৈতিক মহলের অন্দরে তখন থেকেই জোর জল্পনা- তাহলে কি এবার শাসক শিবিরে নাম লেখাবেন টলি নায়িকা? সোমবার সেই জল্পনাতেই বসল সিলমোহর। বাসন্তীতে তৃণমূলের (TMC) এক কর্মীসভায় ঘাসফুল চিহ্নিত পতাকা হাতে তুলে নিলেন শ্রবন্তী চট্টোপাধ্যায়। সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজেরও ভূয়শী প্রশংসা করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। ভোটে লড়ার টিকিটও পেয়ে যান বিজেপির (BJP) তরফে। বেহালায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিপুল ভোটে পরাজিত হন। তারপর থেকেই আর রাজনীতির ময়দানে দেখা মেলেনি তাঁর। তবে বিজেপির প্রতি মোহভঙ্গ হতেও সময়ে নেয়নি। আট মাসের মধ্যেই ভারতীয় জনতা পার্টি ছেড়েছেন। এবার পুরভোটের আগে তৃণমূলে নাম লেখালেন শ্রাবন্তী। বাসন্তীর কর্মীসভায় এদিন উপস্থিত ছিলেন টলিপাড়ার আরেক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।
বাসন্তীর কর্মীসভায় এদিন শ্রাবন্তীর মন্তব্য, "আমি এই বাংলারই মেয়ে। বাংলার জন্য কাজ করতে চাই। মমতাদিকে ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আপনাদের হয়েই কাজ করতে চাই।" এরপরই বিধায়ক শ্যামল মন্ডল অভিনেত্রীকে তৃণমূলের লোক বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, পরিয়ে দেন দলের উত্তরীয়ও।
<আরও পড়ুন: মিমি-নুসরতদের সঙ্গে সেলফি! গোল বাধল শশী থারুরের টুইটে, ‘কাকু’ সম্বোধন কং-সাংসদকে>
উল্লেখ্য, একদা তৃণমূল ঘনিষ্ঠই ছিলেন অভিনেত্রী। এমনকী একুশের সমাবেশেও মমতার মঞ্চে দেখা যেত শ্রাবন্তীকে। তবে বিধানসভা ভোটের আগে গত মার্চ মাসে তৃণমূলকে তুলোধনা করে বিজেপিতে যোগ দেন। 'সোনার বাংলা' গড়ার প্রতিশ্রুতি নিয়ে মোদী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। তবে দিন কয়েক আগে দল ছাড়ার সময় একরাশ ক্ষোভ উগরে বলেছেন, "যে দলের হয়ে গত বিধানসভা ভোটে লড়েছিলাম, তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। বাংলার জন্য বিজেপির উদ্যোগের অভাব দেখেই এই সিদ্ধান্ত।"
প্রসঙ্গত, ভোটের পর থেকেই টালিগঞ্জের তারকামহল বিজেপি থেকে দূরত্ব তৈরি করেছেন। ভোটে ভরাডুবির কারণ হিসাবে নেতৃত্বের ব্যর্থতাকে দুষে অনেকেই যাঁরা ভোটের আগে বিজেপিতে ভিড়েছিলেন, তাঁরা পদ্মবিমুখ হতে শুরু করেছিলেন। দলীয় কর্মসূচিতেও দেখা যায় না। তারপর বিজেপি নেতা তথাগত রায় যেভাবে শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীদের আক্রমণ করেছেন টুইটারে তাতেও তারকারা কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই শ্রাবন্তীর বিজেপি ছাড়া ছিল সময়ের অপেক্ষা, অনুমান করেছিল রাজনৈতিক মহল। আর এবার একমাসের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাহলে কি পুরভোটের টিকিট পাচ্ছেন অভিনেত্রী?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন