Advertisment

কাশ্মীর: অধীর-অমিত বাগ-বিতণ্ডায় উত্তাল লোকসভা

‘‘জম্মু-কাশ্মীর ইস্যু কীভাবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে, যেখানে এটা দ্বিপাক্ষিক ইস্যু!’’ অধীরের এই প্রশ্ন শোনামাত্রই অমিত শাহ বলেন, ‘‘কেন আপনি মনে করেন না, এটা আভ্যন্তরীণ বিষয়?’’

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, adhir chowdhury, অমিত শাহ, অধীর চৌধুরী

অমিত শাহ ও অধীর চৌধুরী।

জম্মু-কাশ্মীর ইস্যুতে লোকসভায় রীতিমতো বিতণ্ডায় জড়ালেন অমিত শাহ ও অধীর চৌধুরী। মঙ্গলবার সকালে লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ পেশ করতে গিয়ে কংগ্রেসের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মঙ্গলবার লোকসভায় বহরমপুরের কংগ্রেস সাংসদ প্রশ্নের সুরে বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ইস্যু কীভাবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে, যেখানে এটা দ্বিপাক্ষিক ইস্যু!’’ অধীরের এই প্রশ্ন শোনামাত্রই অমিত শাহ বলেন, ‘‘কেন আপনি মনে করেন না, এটা আভ্যন্তরীণ বিষয়?’’

Advertisment

আরও পড়ুন: ওমর-মেহবুবার খোঁজ পাচ্ছি না, মমতার গলায় উৎকন্ঠা

এদিন অধীর চৌধুরী বলেন, ‘‘আপনি বলছেন, এটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসংঘ গোটা বিষয়টি নজরে রেখেছে। তাহলে এটা কী করে আভ্যন্তরীণ বিষয়? আমরা সিমলা চুক্তি ও লাহোর ঘোষণা সই করেছিলাম। সেটা কি আভ্যন্তরীণ বিষয় ছিল না কি দ্বিপাক্ষিক? এস জয়শংকর কয়েকদিন আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওকে বলেছিলেন, কাশ্মীর একটা দ্বিপাক্ষিক বিষয়। ফলে হস্তক্ষেপ করবেন না। জম্মু-কাশ্মীর কি তবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে? আমরা জানতে চাই। সমগ্র কংগ্রেস দল জানতে চায়’’।

আরও পড়ুন: ‘জম্মু-কাশ্মীরকে খণ্ডিত করে জাতীয় সংহতি রক্ষা করা যায় না’, সরব রাহুল

অমিত শাহকে নিশানা করে এদিন সংসদে মুর্শিদাবাদের বেতাজ বাদশা বলেন, ‘‘আমার মনে হয় না, আপনি পাক অধিকৃত কাশ্মীরের কথা ভেবেছেন। আপনি সব নিয়ম ভেঙেছেন। একটা রাজ্যকে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন। জম্মু-কাশ্মীর কীভাবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে, যেখানে এটা দ্বিপাক্ষিক ইস্যু। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করেছেন। কেন এই পরিস্থিতি তৈরি হল?’’।

অধীরের বক্তব্যের প্রেক্ষিতে অমিত শাহ বলেন, ‘‘আমি একটা ব্যাপারে স্পষ্ট করে জানাতে চাই যে, জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। যার প্রমাণ রয়েছে দেশ ও জম্মু-কাশ্মীরের সংবিধানে...এখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে, জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই কোনও পদক্ষেপের জন্য কেউ আমাদের আটকাতে পারেন না’’। অধীরের দিকে প্রশ্ন ছুড়ে শাহ বলেন, ‘‘আপনি কি মনে করেন না, যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের? আমরা কাশ্মীরের জন্য নিজেদের প্রাণ দিয়ে দেব’’

Read the full story in English

Article 370 jammu and kashmir adhir choudhury amit shah
Advertisment