scorecardresearch

ভিজিলান্স কমিশনার সরে যান, কংগ্রেসের পর এবার দাবী সিপিএম-এর

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত সাধারণ ন্যায়ের আদর্শকে খণ্ডন করেছে। অলোক ভার্মার কাছ থেকে আত্মপক্ষ সমর্থনের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল”। 

সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার কেভি চৌধুরী
সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার কেভি চৌধুরী

সিবিআই কাণ্ডে নাটকের যবনিকা পতন হয়নি এখনও। তার আগেই সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার কেভি চৌধুরীর অপসারণ দাবি করেছে কংগ্রেস। এবার সেই পথেই হাঁটল সিপিএমও। প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার অপসারণে সিভিসি-র ভূমিকা ক্ষতিয়ে দেখার দাবি করেছে সিপিএম। সিপিএম-এর অভিযোগ, যে সিভিসি রিপোর্টের ওপর ভিত্তি করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হল ভার্মাকে, তা অত্যন্ত দুর্বল।

সিপিএম পলিটব্যুরোর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছিল ভিজিলান্স কমিটি।” সম্প্রতি বিচারপতি এ কে পট্টনায়ক বলেছেন, ভার্মার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ পাওয়া যায় নি। বিচারপতি পট্টনায়কের কাছে ভার্মা জানিয়েছিলেন, গত বছর অক্টোবরে ভার্মার বাসভবনে দেখা করতে গিয়েছিলেন সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার কে ভি চৌধুরী।

আরও পড়ুন, ডিজিপি নিয়োগের প্যানেল তৈরি? ইউপিএসসি সচিবকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

ভার্মার বিরুদ্ধে অভিযোগের তদন্তের নজরদারিতে থাকা বিচারপতি পট্টনায়ক বলেছেন, “ভার্মার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ নেই। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) যা বলেছে, সেটা শেষ কথা হতে পারে না।” এতেই শেষ নয়, সিবিআই ডিরেক্টরের পদ থেকে যেভাবে ভার্মাকে সরিয়েছে সিলেক্ট কমিটি, সে সিদ্ধান্ত “খুবই হঠকারী” বলে মন্তব্য করেছেন বিচারপতি পট্টনায়ক।

বিচারপতি পট্টনায়ক এক বিবৃতিতে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত সাধারণ ন্যায়ের আদর্শকে খণ্ডন করেছে। অলোক ভার্মার কাছ থেকে আত্মপক্ষ সমর্থনের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল।”

Read the full story in English

 

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: After congress cpm seeks cvc k v chaudharys remova