Advertisment

Mumbai-Howrah mail derailed: ট্রেন দুর্ঘটনা যেন 'নিউ নর্মাল'! যাত্রীসুরক্ষা শিকেয়, বিরোধীদের নিশানায় রেলমন্ত্রী

Mumbai-Howrah mail derailed: ঝাড়খণ্ডে মঙ্গলবার ভোরে মুম্বাই-হাওড়া (Mumbai-Howrah mail derailed) মেলের ২২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দু'জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ২ মাসে তিনটি বড় রেল দুর্ঘটনার জেরে ইন্ডিয়া জোটের নেতারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেছেন। ট্রেন দুর্ঘটনার জন্য যা গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai Mail derailed, Mumbai-Howrah mail derailed

Mumbai-Howrah mail derailed: ঝাড়খণ্ডে মঙ্গলবার ভোরে মুম্বাই-হাওড়া মেলের ২২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দু'জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

Mumbai-Howrah mail derailed: ঝাড়খণ্ডে মঙ্গলবার ভোরে মুম্বই-হাওড়া (Mumbai-Howrah mail derailed) মেলের ২২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দু'জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ২ মাসে তিনটি বড় রেল দুর্ঘটনার জেরে ইন্ডিয়া জোটের নেতারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেছেন। ট্রেন দুর্ঘটনার জন্য যা গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

Advertisment

মঙ্গলবার ভোরে সরাইকেলা-খারসাওয়ান জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাটোবেরা গ্রামে ঘটে। ট্রেনের একটি কোচের অন্যটির সঙ্গে সংঘর্ষ হয়।

ঝাড়খণ্ডের পাশের রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রাজভবনের করা একটি এক্স পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রেল দুর্ঘটনার জেরে ঝাড়খণ্ডের শাসক জেএমএম কেন্দ্রকে কটাক্ষ করেছে। “এতে হেমন্ত সোরেনজি বা ইন্ডিয়া ব্লকের কোনও হাত নেই। ED/CBI দ্বারা আমাদের ফাঁদে ফেলার হুমকি দেবেন না, "ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে। বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে ট্যাগ করে পোস্টে আরও বলা হয়েছে, “এই ট্রেন দুর্ঘটনার সম্পূর্ণ দায় আপনার রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের। রেলমন্ত্রীকে রিল তৈরি করা থেকে বিরত রাখুন এবং রেলের দিকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করুন।" এই ভাষায় সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছে হেমন্ত সোরেনের দল।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে ট্রেন দুর্ঘটনাকে "নিউ নর্মাল" হিসাবে চিহ্নিত করেছে এবং রেল মন্ত্রককে অপদার্থতার জন্য নিশানা করেছে। "ভারত সরকারের কাছে কোনও উত্তর নেই," TMC নেতা এবং সাংসদ সুস্মিতা দেব এক্স হ্যান্ডেলে লিখেছেন।

তাঁর দলের সহকর্মী এবং সাংসদ সাগরিকা ঘোষ অবাক হচ্ছেন যে কেন্দ্রের ঘুম ভাঙতে আরও কত ট্রেন দুর্ঘটনা লাগবে। রেলমন্ত্রীকে কটাক্ষ করে, তিনি বলেছেন, "আমাদের একজন পার্ট-টাইম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রয়েছেন যিনি রাজ্যগুলিতে নির্বাচন পরিচালনার দেখাশোনা করতে খুব ব্যস্ত, রেল মন্ত্রকের কাজের সঙ্গে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না।"

দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দুর্ঘটনার জেরে দুঃখপ্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবার-পরিজনদের সমবেদনা জানান তিনি। পোস্টে কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশে তোপ দাগেন মমতা। তিনি লেখেন, “আমি প্রশ্ন করতে চাই, এটাই কি সরকার চালানোর নমুনা?” একের পর এক রেল দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী যোগ করেন, “প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা, রেললাইনে এই মৃত্যুমিছিল—কত দিন আর আমরা সহ্য করব? সরকারের উদাসীনতা কি শেষ হবে না?”

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও রেলমন্ত্রীকে কটাক্ষ করেন। “আরেকটা রেল দুর্ঘটনা। কিন্তু ব্যর্থ মন্ত্রীর পিআর মেশিন চলতেই থাকে,” তিনি X-হ্যান্ডেলে লিখেছেন। “শুধু জুন এবং জুলাই মাসেই, ব্যর্থ মন্ত্রী তিনটি দুর্ঘটনার তত্ত্বাবধান করেছেন যার ফলে ১৭ জন ভারতীয় তাঁদের প্রাণ হারিয়েছেন এবং ১০০ জন আহত হয়েছেন।”

আরও পড়ুন 'আর কতদিন সহ্য করব?', মুম্বই মেল দুর্ঘটনাগ্রস্ত, কেন্দ্রের উদাসীনতাকে তোপ মমতার

কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান, পবন খেরা ট্রেন দুর্ঘটনাকে "মোদীর ভারতে একটি নতুন বাস্তবতা" বলে অভিহিত করেছেন এবং দুর্ঘটনাস্থলে বৈষ্ণবের সফরকে জনসংযোগ স্টান্ট হিসাবে খোঁচা দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবও। “মনে হচ্ছে সরকার প্রতিটি ক্ষেত্রে রেকর্ড করতে চায়। কাগজ ফাঁসের সংখ্যায়ও রেকর্ড গড়তে যাচ্ছে। সরকারের নিরাপত্তা ও সুরক্ষার দাবি এবং বড় বাজেট থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনা ঘটছে?” তিনি সাংবাদিকদের বলেন।

শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন যে এটি খুবই "লজ্জাজনক" যে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। "সরকার সংসদে কোনও আলোচনার অনুমতি দিচ্ছে না…তারা জনসাধারণের জন্য কোনও সুবিধা দেয়নি…নিরাপত্তা ও সুরক্ষা জানালার বাইরে ফেলে দেওয়া হয়েছে," তিনি বলেন।

আরও পড়ুন ফের ট্রেন দুর্ঘটনা! ঝাড়খণ্ডে বেলাইন মুম্বই মেলের ১৮টি কোচ, নিহত ২-আহত বহু

কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেছেন যে বৈষ্ণবকে "রেল দুর্ঘটনা মন্ত্রী" হিসাবে স্মরণ করা হবে। আরেক কংগ্রেস নেতা, এলাহাবাদের সাংসদ উজ্জ্বল রমন সিং রেলমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন।

রেলওয়ে মৃতদের প্রত্যেকের আত্মীয়দের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে, যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ৫ লাখ টাকা, যাঁরা ছোটখাটো আঘাত পেয়েছেন তাঁদের জন্য ১ লাখ টাকা, চক্রধরপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আদিত্য কুমার চৌধুরী পিটিআইকে জানিয়েছেন .

রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তার মতে, উদ্ধার ও ত্রাণ তৎপরতা সম্পন্ন হয়েছে।

Train Accident Ashwini Vaishnaw indian railway Mumbai-Howrah Mail derailed
Advertisment