scorecardresearch

কংগ্রেসের নেতৃত্ব-সংকট কাটেনি এখনও, আগামী সপ্তাহেই ওয়ার্কিং কমিটির বৈঠক

“আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

rahul gandhi, রাহুল গান্ধী
রাহুল গান্ধী।

দলের নেতৃত্বের সংকট কাটেনি এখনও। এই অবস্থাতেই আগামী ১০ আগস্ট কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠক। সংসদের বর্ষাকালীন  অধিবেশনের শেষেই হতে চলেছে বৈঠক। রাহুল গান্ধী দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম বৈঠক হতে চলেছে সিডব্লিউসি-এর।

সাধারণ সম্পাদক বেনুগোপাল টুইট করে জানিয়েছেন “আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় কংগ্রেস ওয়র্কিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

রাহুলের জায়গায় কে, শশীর পর এবার সরব অমরিন্দর

রাহুলের উত্তরসূরি হিসেবে দলের হাল কে ধরবে, তা নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলে কান পাতলে শনা যাচ্ছে সিডব্লিউসি-এর আসন্ন বৈঠকেই চূড়ান্ত হতে পারে দলের অস্থায়ী প্রেসিডেন্টের নাম।

শীর্ষ স্থানীয় এক নেতা জানিয়েছেন, তিনটি সম্ভাবনা রয়েছে। এক, সিডব্লিউসি অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কাজ দেওয়া হতে পারে এক দল নেতাকে। অথবা প্রেসিডেন্ট নির্বাচনের সময়সীমা বেঁধে দিতে পারে দল।

দলের একাংশ চায় প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের দায়িত্ব নিক। কিন্তু নেহরু-গান্ধী পরিবার ঘনিষ্ঠরা বলেন প্রিয়াঙ্কার সেই ইচ্ছে নেই। কংগ্রেসের প্রবীণদের মধ্যে অনেকেরই বিশ্বাস, প্রিয়াঙ্কাই শেষ পর্যন্ত দলের দায়িত্ব নেবেন, শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

সর্বভারতীয় কংগ্রেস কমিটির দায়িত্বে থাকা রণদীপ সূর্যেয়ালা জানিয়েছেন কংগ্রেসের অংশ হওয়ায় বৈঠকে অবশই থাকছেন রাহুল গান্ধী।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Amid leadership crisis congress to hold next cwc meeting on august