নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লিতে হিংসার ঘটনায় কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে হিংসার জন্য কংগ্রেসকেই ‘দায়ী’ করেছেন মোদী সেনাপতি। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে এজন্য কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার কথাও বলেছেন শাহ। কংগ্রেসকে নিশানা করে দিল্লি উন্নয়ন পর্ষদের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত শাহ বলেন, ‘‘কংগ্রেসের নেতৃত্বাধীন টুকড়ে টুকড়ে গ্যাং, যারা দিল্লিতে অশান্তি ছড়িয়েছে, তাদের শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে। দিল্লিবাসীর শাস্তি দেওয়া উচিত’’।
নাগরিকত্ব আইন নিয়ে জনমানসে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তোপ দেগেছেন শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সংসদে পাস হয়েছে সিএএ। কেউ (কোনও বিরোধী দল) কিছু বলেনি...যেই না সংসদ থেকে বেরোল, সকলে মানুষকে ভুল বোঝাতে শুরু করল’’।
আরও পড়ুন: ‘আপনাদের বিরুদ্ধেও যদি একই কাজ করা হয়, ভাল হবে?’ চরম হুঁশিয়ারি মমতার
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে গোটা দেশের মতো উত্তাল হয়ে ওঠে দিল্লিও। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত ১৫ ডিসেম্বর দক্ষিণ দিল্লিতে বিক্ষোভ চলাকালীন প্রতিবাদীদের উপর লাঠি চালায় পুলিশ। যে ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। এরপর ২০ ডিসেম্বর দরিয়াগঞ্জেও অশান্তির ঘটনা ঘটে। গাড়িতে আগুন জ্বালানো হয়, পাথরবৃষ্টি চলে।
অন্যদিকে, দিল্লির আপ সরকারকে নিশানা করে এদিন শাহ বলেন, ‘‘এবার দিল্লিতে পদ্মফুল ফুটবে। দিল্লিবাসী, আপনারা ৭ জন বিজেপি সাংসদকে দিয়েছেন। আগামী নির্বাচনে এবার বিজেপি বিধায়কদের সুযোগ দেওয়ার পালা আপনাদের’’।
Read the full story in English