Mallikarjun Kharge: গতকাল জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রচার থেকে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবেন না। এর ঠিক এক দিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং নির্মলা সীতারামন সোমবার মোদীর প্রতি খাড়গের ঘৃণা প্রদর্শনের জন্য কংগ্রেস সভাপতিকে নিশানা করেন।
Advertisment
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রচারের শেষপর্বে রবিবার কাঠুয়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় খাড়গে এই মন্তব্য করেন। এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “গতকাল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বক্তৃতায় মোদীজির প্রতি অসম্মান প্রদর্শন করেন। তিনি অকারণে প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে টেনে নিয়ে এসে বলেছিলেন, মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে তবেই তিনি মৃত্যু বরণ করবেন। তাঁর এই বক্তব্য চোখে আঙুল দিয়ে দেখায় কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীর প্রতি কতটা ঘৃণা প্রদর্শন করে। মোদীজি ওনার সুস্থতা কামনা করেছেন। আমি এবং আমরা সকলেই প্রার্থনা করি তিনি যেন সুস্থ থাকেন। তিনি যেন বহু বছর বেঁচে থাকতে পারেন এবং ২০৪৭ সালের মধ্যে তিনি মোদীর স্বপ্নের 'উন্নত ভারত' দেখে যেতে পারেন"।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যকে সমর্থন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, 'শাহ যা বলেছেন তা যথার্থ। কংগ্রেস নেতৃত্ব মোদীজির প্রতি তাদের ঘৃণা প্রদর্শনের সুযোগ কখনই হাত ছাড়া করেন না। খাড়গের ভাষণ তার জলজ্যান্ত উদাহরণ'।
উল্লেখ্য রবিবার জম্মু ও কাশ্মীরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়। যদিও চিকিৎসার পরে, সুস্থ বোধ করেন কংগ্রেস সভাপতি এবং সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেন। এদিকে খাড়গের স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদী তাঁকে সন্ধ্যায় ফোন করেন এবং তাঁর সঙ্গে কথা বলেন এবং কংগ্রেস সভাপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।