PM Modi On Kharge: 'মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত'....! মঞ্চেই অসুস্থ খাড়গে, তড়িঘড়ি ফোন করে কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী মোদী।
রবিবার জম্মু ও কাশ্মীরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়। যদিও চিকিৎসার পরে, সুস্থ বোধ করেন কংগ্রেস সভাপতি এবং সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেন। এদিকে খাড়গের স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদী তাঁকে সন্ধ্যায় ফোন করেন এবং তাঁর সঙ্গে কথা বলেন এবং কংগ্রেস সভাপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
'শিরদাঁড়া' নিয়ে প্রবল বিতর্ক! মেরুদণ্ড 'ঝোঁকালো' শহরের এই ক্লাব
রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমাবেশে ভাষণ দেওয়ার সময় মঞ্চে কংগ্রেস সভাপতির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর বলেছেন, ' জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি অস্বস্তি বোধ করেন এবং জানান তাঁর মাথা ঘুরছে। সকলে মিলে ধরে তাকে মঞ্চে থাকা চেয়ারে বসিয়ে দেন। তিনি বলেন, কংগ্রেস সভাপতির অবস্থা স্থিতিশীল। জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্র শর্মা বলেছেন, খাড়গে মাথা ঘোরা অনুভব করেন। এরপরই তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। চিকিৎসার পর তিনি খানিক সুস্থ বোধ করেন"।
সিনেমার সর্বোচ্চ পুরস্কার মিঠুন চক্রবর্তীর ঝুলিতে, দাদাসাহেব ফালকে-তে সম্মানিত অভিনেতা...
সুস্থ হওয়ার পর ফের মল্লিকার্জুন খাড়গে আবার মঞ্চে উঠে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেন এবং বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমি মরব না। খড়গে বলেন, 'আমার বয়স এখন ৮৩ বছর। আমি এত তাড়াতাড়ি মরব না। প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমি বেঁচে থাকব...'।