Advertisment

Amit Shah Kolkata Rally Highlights: কালীঘাট মন্দিরে পুজো অমিত শাহের

‘‘মমতাদি বিজেপিকে বলতেন, জামানত সামলে রাখুন, আপনাকে বলছি, বিধানসভা নির্বাচনে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah kolkata rally, amit shah kolkata rally live, amit shah kolkata rally live updates, amit shah kolkata rally updates, amit shah kolkata rally news, amit shah in west bengal, west bengal election 2020, bjp kolkata rally, সিএএ অমিত শাহ, এনপিআর, এনআরসি, শাহের সভা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, amit shah kolkata, শহিদ মিনারে অমিত শাহের সভা, bjp amit shah, amit shah rally kolkata, কলকাতায় অমিত শাহের সভা, অমিত শাহ কলকাতা সভা, amit shah rally shahid minar, shah, amit shah in kolkata, amit shah meeting kolkata live updates, caa, nrc, npr, mamata, মমতা, বিজেপি, তৃণমূল, bjp, tmc

কালীঘাট মন্দিরে অমিত শাহ।

Amit Shah rally kolkata: শহিদ মিনারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পরই কালীঘাটে গেলেন অমিত শাহ। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সফর ঘিরে কালীঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এদিন সভার শুরুতে শাহ বলেন, ‘‘কালী মায়ের এই মহান মাটিকে আমার প্রণাম জানাই’’।

Advertisment

শহিদ মিনারের সভার শুরুতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। এদিন সভার শুরুতে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে গিয়ে শাহ বলেন, ‘‘এভাবে আওয়াজ দিলে হবে! এভাবে আওয়াজ দিলে মমতাদিদির সরকার কি বিদায় নেবে?আরও জোরে আওয়াজ দিতে হবে। লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্বের উপহার দিয়েছেন মোদী। সিএএ বিরোধীদের কানে যাতে পৌঁছোয়, তেমন আওয়াজ করুন’’। এরপরই শাহ বলেন, ‘‘মমতাদি বিজেপিকে বলতেন, জামানত সামলে রাখুন, আপনাকে বলছি, বিধানসভা নির্বাচনে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বে। কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই শাসনভার থাকবে’’।

অন্যদিকে, অমিত শাহকে কালী মা’র ছবি উপহার দিল বঙ্গ বিজেপি বাহিনী। কালী মায়ের ছবি শাহের হাতে তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে, অমিত শাহকে ঘিরে কলকাতায় তুমুল উত্তেজনা। ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনকারীদের। পুলিশ ব্যারিকেড সরিয়ে এগোতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়।এর আগে, বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা দেখায় বামেরা। ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগানে মুখরিত কলকাতা শহর। পার্ক সার্কাস, কৈখালি মোড়, শ্যামবাজার, গড়িয়াহাট, সন্তোষপুরে অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বাম-কংগ্রেসের। অমিত শাহের কলকাতা সফর প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘বাংলার মানুষ সিএএ-এনআরসি করতে দেবে না। কে এল আর গেল, ভাবছি না। অমিত শাহের সফরে আমরা চিন্তিত নই’’।

Live Blog

Amit Shah Kolkata Meeting Highlights: মমতাকে আক্রমণ অমিত শাহের, কী বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সব খবরের আপডেট রইল এখানে














" id="lbcontentbody">
17:35 (IST)01 Mar 20





















এনএসজি-র ক্যাম্পাস উদ্বোধনে অমিত শাহ

publive-image

16:56 (IST)01 Mar 20





















'আগে দিল্লি সামলান', অমিতকে তোপ অভিষেকের

16:42 (IST)01 Mar 20





















‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা বিজেপির

16:17 (IST)01 Mar 20





















খাস কলকাতায় এবার ‘গোলি মারো’ স্লোগান!

দিল্লির পর এবার কলকাতাতেও ‘গোলি মারো’ স্লোগান! অমিত শাহের সভায় যাওযার পথে বিজেপি কর্মীদের মুখে মুখে শোনা গেল‘গোলি মারো স্লোগান’। সিএএ-র সমর্থনে এদিন শহিদ মিনারে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের কলকাতা সফরের বিরোধিতায় এদিন শহরের রাজপথে গর্জে উঠেছিল বাম-কংগ্রেস। এর মধ্যেই ‘গোলি মারো’ স্লোগান ঘিরে নয়া বিতর্ক বঙ্গ রাজনীতিতে। বিস্তারিত পড়ুন

15:45 (IST)01 Mar 20





















বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেমন হবে, জানালেন অমিত শাহ

‘আর নয় অন্যায়, এই স্লোগানেই বাংলায় পরিবর্তন হবে’, উনিশের নির্বাচনে ১৮টি আসনে পদ্মফুল ফুটিয়ে শহিদ মিনারের সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের কার্যত দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। ‘‘বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে, কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই থাকবে শাসনভার’’, রবিবার শহিদ মিনারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এমনটাই বলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি। মমতাকে তুলোধনা করে শাহর হুঁশিয়ার, ‘‘যা ইচ্ছে করুন, আমাদের আটকাতে পারবেন না মমতাদিদি’’। বিস্তারিত পড়ুন

15:44 (IST)01 Mar 20





















বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেমন হবে, জানালেন অমিত শাহ

‘আর নয় অন্যায়, এই স্লোগানেই বাংলায় পরিবর্তন হবে’, উনিশের নির্বাচনে ১৮টি আসনে পদ্মফুল ফুটিয়ে শহিদ মিনারের সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের কার্যত দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। ‘‘বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে, কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই থাকবে শাসনভার’’, রবিবার শহিদ মিনারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এমনটাই বলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি। মমতাকে তুলোধনা করে শাহর হুঁশিয়ার, ‘‘যা ইচ্ছে করুন, আমাদের আটকাতে পারবেন না মমতাদিদি’’। বিস্তারিত পড়ুন

15:19 (IST)01 Mar 20





















কালীঘাটে অমিত শাহ

কালীঘাট মন্দিরে পৌঁছোলেন অমিত শাহ। মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

15:03 (IST)01 Mar 20





















আমরাই সোনার বাংলা গড়ব: শাহ

মোদীজি একা বাংলায় উন্নয়ন করতে পারবেন না। মমতা সরকার মোদীজির উন্নয়নকাজে বাধা দিচ্ছেন। অআমাদের ৫ বছর দিন, আমরা সোনার বাংলা গড়ব: শাহ

14:58 (IST)01 Mar 20





















কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না: শাহ

সিএএ ইস্যুতে আবারও আশ্বস্ত করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘‘সিএএ-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সকলকে নাগরিকত্ব দেওয়ার আইন এটা’’।

14:55 (IST)01 Mar 20





















মমতাদি আমাদের রুখতে পারবেন না: শাহ

যতই সিএএ বিরোধিতা করুন না কেন, যা খুশি করুন না কেন, আমাদের রুখতে পারবেন না মমতাদি: শাহ

14:52 (IST)01 Mar 20





















মমতাকে নিশানা শাহের

মমতা-কংগ্রেস-সপা অযোধ্যায় মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপের বিরোধিতা করেছেন। এজন্য কি মমতাদিকে আপনারা ক্ষমা করতে পারবেন: শাহ

14:50 (IST)01 Mar 20





















বাংলার ভূমিপুত্রর হাতেই বাংলার শাসনভার থাকবে: শাহ

কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই বাংলার শাসনভার থাকবে। একুশে বাংলায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে: শাহ

14:44 (IST)01 Mar 20





















‘দিদিকে বলুন, আর নয়, অন্যায়’

মমতা বিজেপিকে আটকাতে পারবে না। বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। মমতা দিদি বাংলার ঘরে ঘরে ঘুরছেন। ‘দিদিকো বলো’ কর্মসূচি করছেন। আপনারা বলুন, দিদি, আর নয় অন্যায়: অমিত শাহ

14:37 (IST)01 Mar 20





















একুশে বাংলায় বিজেপি সরকার: অমিত শাহ

একুশের নির্বাচন নিয়ে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের। এদিন শাহ বলেন, ‘‘মমতাদি বলতেন, জামানত সামলে রাখুন, আপনাকে বলছি, বিধানসভা নির্বাচনে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বে’’।

14:33 (IST)01 Mar 20





















LIVE: বক্তব্য রাখছেন অমিত শাহ
14:19 (IST)01 Mar 20





















শহিদ মিনারে অমিত শাহ, পেলেন কালী মায়ের ছবি

শহিদ মিনারের সভায় এলেন অমিত শাহ। একটু পরেই বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে কালী মা’র ছবি উপহার দিল বঙ্গ বিজেপি বাহিনী। কালী মায়ের ছবি শাহের হাতে তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

14:01 (IST)01 Mar 20





















LIVE: শহিদ মিনারের সভায় বক্তব্য রাখছেন মুকুল রায়
" id="lbcontentbody">
13:53 (IST)01 Mar 20





















জমজমাট শাহ শো

অমিত শাহের সভা ঘিরে সরগরম কলকাতা। শহিদ মিনারে যেন উৎসবের আমেজ। এদিকে, শাহের বিরোধিতায় শহরের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ প্রদর্শন। একদিকে, শাহের বিরুদ্ধে কালো পতাকা, গো-ব্যাক স্লোগানে মুখরিত রাজপথ। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান ঘিরে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি বাহিনী। দেখুন ছবি

publive-image

13:31 (IST)01 Mar 20





















ধর্মতলায় ধুন্ধুমার

অমিত শাহকে ঘিরে কলকাতায় তুমুল উত্তেজনা। ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনকারীদের। পুলিশ ব্যারিকেড সরিয়ে এগোতে গেলেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়।

13:17 (IST)01 Mar 20





















‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা করবেন শাহ

অমিত শাহের হাত ধরে পুরভোটের আগে বাংলায় ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা হবে। মমতা বাহিনীর ‘দিদিকে বলো’ কর্মসূচির পাল্টা ‘আর নয় অন্যায়’। এ নিয়ে গান তৈরি করেছে রাজ্য বিজেপি।

13:10 (IST)01 Mar 20





















শহিদ মিনারে সাজ সাজ রব

13:01 (IST)01 Mar 20





















শাহের বিরুদ্ধে কলকাতায় স্লোগান বামেদের

কলকাতার বিভিন্ন প্রান্তে অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ বামেদের। দেখুন ভিডিও

" id="lbcontentbody">
12:57 (IST)01 Mar 20





















শহিদ মিনারে এলেন বাবুল সুপ্রিয়

অমিত শাহের সভাস্থল শহিদ মিনারে পৌঁছোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ছবি: জয়প্রকাশ দাস।

publive-image

" id="lbcontentbody">
12:50 (IST)01 Mar 20





















শাহের সভাস্থলে অর্জুন

শহিদ মিনারে অমিত শাহের সভাস্থলে পৌঁছেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ছবি: জয়প্রকাশ দাস।

publive-image

" id="lbcontentbody">
12:42 (IST)01 Mar 20





















শহিদ মিনারে মুকুল-কৈলাশ

শহিদ মিনারে মঞ্চের সামনে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। ছবি: জয়প্রকাশ দাস।

publive-image

" id="lbcontentbody">
12:38 (IST)01 Mar 20





















শহিদ মিনারে রূপা-লকেট

অমিত শাহের সভায় দুই বিজেপি সাংসদ-অভিনেত্রী  রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়। ছবি: জয়প্রকাশ দাস।

publive-image

" id="lbcontentbody">
12:31 (IST)01 Mar 20





















পদ্ম পতাকায় ছয়লাপ শহিদ মিনার

দুপুর ২টো নাগাদ শহিদ মিনারে সভা অমিত শাহের। তার আগে শহিদ মিনার চত্বরে জমায়েত শুরু বিজেপি কর্মীদের। ছবি: শশী ঘোষ।

publive-image

" id="lbcontentbody">
12:11 (IST)01 Mar 20





















শাহকে ঘিরে বিক্ষোভ, হুঙ্কার বঙ্গ বিজেপি নেতার

অমিত শাহের সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীদের বাধা দিলে ‘ফল ভাল হবে না’! শাহের সফরের দিনই এমন হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছোনোর পরই বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে ‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা দেখান বাম কর্মী-সমর্থকরা। এই প্রেক্ষিতে সায়ন্তনের হুঁশিয়ারি অন্য মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন

publive-image

12:03 (IST)01 Mar 20





















মোদীর নেতৃত্বে সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে: শাহ

রাজারহাটে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধন করে অমিত শাহ বলেন, ‘‘এনএসজি-র জন্যই দেশের মানুষ নিজেদের সুরক্ষিত মনে করে। দেশের সুরক্ষায় দারুণ কাজ করছে এনএসজি। জঙ্গি মোকাবিলায় এনএসজি বিশ্বের থেকে দু’কদম এগিয়ে রয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে’’।

11:54 (IST)01 Mar 20





















LIVE: রাজারহাটে বক্তব্য রাখছেন অমিত শাহ

11:40 (IST)01 Mar 20





















গড়িয়াহাটেও শাহের বিরুদ্ধে বিক্ষোভ

গড়িয়াহাটে অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ বামেদের। ‘গো ব্যাক অমিত শাহ’ স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি বামেদের।

11:33 (IST)01 Mar 20





















‘পশ্চিমবঙ্গকে দিল্লি বানানোর চেষ্টা করবেন শাহ’

কলকাতায় অমিত শাহের সফর প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উনি তো উস্কানিমূলক কথা ছাড়া কিছু বলেন না। উনি আবার পশ্চিমবঙ্গকে দিল্লি করার চেষ্টা করবেন। আমরা সবদিক থেকে ওঁর প্রচেষ্টা রুখব’’।

11:26 (IST)01 Mar 20





















রাজারহাটে এনএসজি-র অনুষ্ঠানে অমিত শাহ

11:23 (IST)01 Mar 20





















শাহের সফরে বিজেপি দফতরে খিচুড়ি রান্না

শাহের সফর ঘিরে উৎসবের মেজাজ বিজেপি দফতরে। বিজেপি কর্মীদের জন্য খিচুড়ি রান্না চলছে পুরোদমে। সকাল থেকেই শহিদ মিনার চত্বরে বিজেপি কর্মীদের জমায়েতের ছবি সামনে এসেছে।

" id="lbcontentbody">
11:19 (IST)01 Mar 20





















শাহের অপেক্ষায় শহিদ মিনার

দুপুরে কলকাতার শহিদ মিনারে সভা অমিত শাহের। সেজে উঠেছে শহিদ মিনার চত্বর। ছবি: শশী ঘোষ।

publive-image

11:15 (IST)01 Mar 20





















সন্তোষপুরে শাহের বিরোধিতায় বামেদের মিছিল

অমিত শাহের সফরের বিরোধিতায় কলকাতার রাজপথে বামেরা। সন্তোষপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল। এদিন সুজন বলেন , ‘‘অমিত শাহের হাতে রক্তের দাগ। কলকাতায় তাঁকে স্বাগত জানানো হবে, এটা হতে পারে না। দুর্ভাগ্যের যে অমিত শাহের সভায় অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আমাদের একটাই স্লোগান গো ব্যাক অমিত শাহ’’।

11:07 (IST)01 Mar 20





















‘শাহের সফরে চিন্তিত নয় তৃণমূল’

অমিত শাহের কলকাতা সফর প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘বাংলার মানুষ সিএএ-এনআরসি করতে দেবে না। কে এল আর গেল, ভাবছি না। অমিত শাহের সফরে আমরা চিন্তিত নই’’।

11:01 (IST)01 Mar 20





















কলকাতায় অমিত শাহকে ঘিরে বিক্ষোভ

কলকাতায় পা রেখেই বিক্ষোভের মুখে পড়লেন অমিত শাহ। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা বামেদেরে। বিমানবন্দরের সামনে বিক্ষোভ-স্লোগান বামেদের। ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগানে মুখরিত বিমানবন্দর চত্বর। পার্ক সার্কাসেও অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

10:51 (IST)01 Mar 20





















একটু পরেই শহরে শাহ

কিছুক্ষণ পরই কলকাতা পা রাখবেন অমিত শাহ। সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সকাল সাড়ে ১১টা নাগাদ রাজারহাটে এনএসজি-র অনুষ্ঠানে যোগ দেবেন শাহ।

10:05 (IST)01 Mar 20





















সন্ধেয় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে শাহর বৈঠক

সিএএ-র সমর্থনে শহিদ মিনারে দুপুরে সভার পর সন্ধ্যায় সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মাঝে রবিবার তিনি কালীঘাটে পুজোও দেবেন। রবিবার সন্ধ্যায় ৬টায় রাজারহাটে এক হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারবেন শাহ। সূত্রের খবর, ওই বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন এবং রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। দলের রাজ্য সভাপতির নাম ঘোষণা হলেও এখনও কমিটি গঠন বা শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা হয়নি। বিস্তারিত পড়ুন

09:23 (IST)01 Mar 20





















‘দিদিকে বলো’র পাল্টা ‘আর নয় অন্যায়’

‘দিদিকে বলো’র পাল্টা ‘আর নয় অন্যায়’। আসন্ন পুরভোট ও ২১-শের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার নয়া প্রচার কৌশলের ঘোষণা করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। আগামী ২রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুর প্রচার কর্মসূচির ঘোষণা করতে পারেন। তার ঠিক আগের দিন রবিবার শহিদ মিনারের সভা  থেকে  ‘আর নয় অন্যায়’ কর্মসূচির ঘোষণা করবেন অমিত শাহ। বিস্তারিত পড়ুন

08:55 (IST)01 Mar 20





















শাহের বিরোধিতায় আজ পথে নামছে বামেরা

সিপিএম কলকাতার ৯টি জায়গায় বিক্ষোভ দেখাবে রবিবার। দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ছাত্র-যুবদের ১ মার্চ পথে নামার ডাক দিয়েছেন। বাম ছাত্র-যুবরা সকাল ১০টায় এয়ার পোর্ট ১নম্বর গেটে বিক্ষোভে সামিল হবে বলে জানিয়ে দিয়েছে। ওই দিন সাড়ে দশটায় কোয়েস্ট মল এলাকায় বিক্ষোভ দেখাবে তারা। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, “কলকাতা ছাড়া জেলাস্তরেও বিক্ষোভ প্রদর্শন চলবে।” বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কটাক্ষ, “দলে ১০টা লোক নেই। বিক্ষোভ দেখাবে! ওই দিন রাস্তায় শুধু বিজেপি কর্মী-সমর্থকরা থাকবে।”

08:14 (IST)01 Mar 20





















আজ কলকাতায় অমিত শাহ

সিএএ-র সমর্থনে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে শহিদ মিনারে সভা শাহর। সভার পর বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দেবেন প্রাক্তন বিজেপি সভাপতি।

অমিত শাহের সভা: রবিবার সন্ধ্যায় ৬টায় রাজারহাটে এক হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারবেন শাহ। সূত্রের খবর, ওই বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন এবং রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। দলের রাজ্য সভাপতির নাম ঘোষণা হলেও এখনও কমিটি গঠন বা শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা হয়নি।

সিএএ বিরোধিতায় অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও উত্তাল হয়েছে। সিএএ-র বিরুদ্ধে লাগাতার কর্মসূচি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে শাহের কলকাতা সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিনের সভা থেকে শাহ কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

bjp amit shah
Advertisment