Advertisment

অঞ্জু ঘোষ ভারতীয়, কলকাতাতেই জন্ম, 'নথি' দেখিয়ে দাবি বিজেপির

জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘কলকাতাতেই জন্ম অভিনেত্রী অঞ্জু ঘোষের। জন্মসূত্রে অঞ্জু ঘোষ ভারতীয়। সল্টলেকের সেক্টর ২ এলাকার বাসিন্দা’’।

author-image
IE Bangla Web Desk
New Update
anju ghosh, অঞ্জু ঘোষ

অঞ্জু ঘোষ, ছবি: ফেসবুক।

‘‘অঞ্জু ঘোষ জন্মসূত্রে ভারতীয়, উনি ভারতীয় নাগরিক’’, সদ্য দলে যোগদানকারী অভিনেত্রীর নাগরিকত্ব বিতর্কে এমন দাবিই করল পশ্চিমবঙ্গ বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরে অঞ্জু ঘোষের জন্মের শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টের প্রতিলিপি দেখিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘কলকাতাতেই জন্ম অভিনেত্রী অঞ্জু ঘোষের। জন্মসূত্রে অঞ্জু ঘোষ ভারতীয়। সল্টলেকের সেক্টর ২ এলাকার বাসিন্দা’’। এ ইস্যুতে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে একহাত নিয়ে বিজেপি নেতা বলেন, ‘‘জানতে হয়, পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সব না জেনে বললে বারবার লজ্জায় মুখ ঢাকতে হয়’’। জয়প্রকাশ মজুমদারের দাবি, অঞ্জু ঘোষের নাগরিকত্ব না জেনেই ফিরহাদ এ বিষয়ে মন্তব্য করেছেন।

Advertisment

anju ghosh, অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষের জন্মের সেই শংসাপত্র

আরও পড়ুন: বিজেপিতে ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু ঘোষ

উল্লেখ্য, নয়ের দশকের সাড়া জাগানো বাংলা ছবি ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ বুধবার বঙ্গ বিজেপিতে যোগ দেন। বাংলা সিনেমায় অভিনয় করলেও বাংলাদেশি নায়িকা হিসেবেই বহুল পরিচিত নাম অঞ্জু। বুধবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের থেকে অঞ্জু পদ্ম পতাকা হাতে তুলে নিতেই রাতারাতি বিতর্ক শুরু হয়। অঞ্জুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের পরই এদিন নায়িকার নাগরিকত্বের প্রামাণ্য নথি সামনে এনে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।


এদিন জয়প্রকাশ বলেন, ‘‘কলকাতায় ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেছেন অঞ্জু ঘোষ। কলকাতা পুরসভায় অঞ্জুর জন্মের তারিখ নথিভুক্ত করা হয়েছে। ওঁর নামে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড রয়েছে। অঞ্জুর ভারতীয় পাসপোর্ট রয়েছে। সল্টলেকের সেক্টর ২ এলাকার বাসিন্দা অঞ্জু’’। এরপরই জয়প্রকাশ বলেন, ‘‘তৃণমূলের নেতা ববি হাকিম মিথ্যাচার করেছেন, খবর না জেনে মন্তব্য করেছেন, এবার ভুল হয়েছে এটা বললে সকলে খুশি হবেন’’।

বাংলাদেশি নায়িকার বিজেপিতে যোগদানকে কটাক্ষের সুরে তৃণমূলের আইটি সেলের মুখপাত্র কর্নেল দীপ্তাংশু চৌধুরী টুইট করে লেখেন, ‘‘খুব শীঘ্রই ভারতীয় জনতা থেকে বাংলাদেশি জাতীয় পার্টি হবে...দিলীপ ঘোষজি একদম সঠিক মানুষকে বেছেছেন...আন্তর্জাতিক দল’’।

bjp
Advertisment