Advertisment

'অনুব্রত আগে কমিশনের নকুলদানা খান'

বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের লাগাতার 'নকুলদানা' প্রসঙ্গ টেনে আনার পাল্টা দিলেন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
anubrata mondal, অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

'নকুলদানা' বিতর্ক যেন পিছু ছাড়ছে না বীরভূমের প্রবল পরাক্রমী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। 'ভোটে এবার সবাইকে নকুলদানা খাওয়াব' বলে অনুব্রতের সাম্প্রতিক ইঙ্গিতবহ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ার পর বিরোধীরা অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনে। মন্তব্যের ব্যাখ্যা চেয়ে কমিশন শো-কজও করেছে অনুব্রতকে।

Advertisment

সেই শো-কজ প্রসঙ্গে গত শনিবার ফের মুখ খুলেছিলেন অনুব্রত। বলেছিলেন, "নকুলদানা সারা রাজ্যের মানুষের খাওয়া উচিত। নকুলদানা স্বাস্থ্যের পক্ষে ভাল। খেলে রক্ত পরিষ্কার হয়।" সঙ্গে যোগ করেছিলেন, "কেন্দ্রীয় বাহিনী এলে ভয় করবেন না, একদম ভয় করবেন না, ফোঁস করবেন। তাড়া করবেন, কিন্তু মারবেন না।"

আরও পড়ুন: ‘নকুলদানার’ পর ‘জামিন’ বিতর্কে অনুব্রত

এবার অনুব্রতের লাগাতার 'নকুলদানা' প্রসঙ্গ টেনে আনার পাল্টা দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। দুধকুমার আজ বলেছেন, "অনুব্রত কথায় কথায় নকুলদানা খাওয়ানোর কথা বলে ব্যঙ্গ করে চলেছেন। অন্যকে পরে খাওয়াবেন, তার আগে কমিশনের নকুলদানা খেতে হবে অনুব্রতকে।"

এর আগে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী এবং আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছিলেন, সময় এলে অনুব্রত মণ্ডলকে নিজের বাড়ির দালানে নিমন্ত্রণ করে "পাঁচন মেখে নকুলদানা" খাওয়াবেন তিনি। এর পরেও আরেকটি টুইটে নকুলদানা প্রসঙ্গ তোলেন বাবুল।


টুইটে ঠিক কী লিখেছিলেন বাবুল? সম্প্রতি অনুব্রত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, "ভোটের সময় রাজ্যে নির্বাচন কমিশনকে নকুলদানা খাওয়াব।” এর আগেও বিভিন্ন নির্বাচনের সময়ে নানা ইঙ্গিতবহ মন্তব্য করে শিরোনামে এসেছেন অনুব্রত। কখনও বলেছেন, বিরোধীরা রাস্তায় নামলে দেখবে, রাস্তায় ‘উন্নয়ন’ দাঁড়িয়ে আছে। কখনও বিরোধীদের ‘গুড় বাতাসা’ খাওয়ানোর কথা বলেছেন, কখনও বলেছেন ‘পাঁচন’ গেলানোর কথা।

সেই ‘পাঁচন’ আর ‘নকুলদানা’ প্রসঙ্গ তুলেই বাবুলের তীব্র শ্লেষাত্মক টুইট-কটাক্ষ। নকুলদানা খাওয়ানো প্রসঙ্গে অনুব্রতর ছবিসম্বলিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে বাবুল টুইটে লেখেন, "সময় আসুক – আসবেও, আর তখন আমার বাড়ি দালানে ‘নিমন্ত্রণ’ করে এনে ভাইটিকে পাঁচন দিয়ে মেখে নকুলদানা খাওয়াবো!! আজকের তারিখটা লেখা থাক!!"

tmc anubrata mondal Birbhum
Advertisment