/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/anurag-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
অনুরাগ ঠাকুরের মন্তব্য় ঘিরে লোকসভায় তুমুল হই-হট্টগোল। গান্ধী পরিবারকে নিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর মন্তব্য় ঘিরে তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন কংগ্রেস সাংসদরা। এই মন্তব্য়ের জন্য় অনুরাগকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বিরোধী শিবির। পরে অনুরাগ বলেন, ''আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে, আমি দুঃখিত''।
দ্য় ট্য়াক্সেসান অ্য়ান্ড আদার ল'জ বিল নিয়ে আলোচনার সময় পিএম কেয়ার তহবিল নিয়ে সমালোচনায় মুখর হন শশী থারুর, মণীশ তিওয়ারি ও অধীর চৌধুরীরা। এর পাল্টা অনুরাগ ঠাকুর বলেন, বিভিন্ন নামে জনতার টাকা নিয়ে তহবিল করে জনতাকে ঠকাচ্ছে গান্ধী পরিবার। অনুরাগের এহেন মন্তব্য় শোনা মাত্রই প্রতিবাদে সরব হন কংগ্রেস সাংসদরা।
ঠিক কী বলেছেন অনুরাগ ঠাকুর?
এদিন লোকসভায় বিজেপি সাংসদ বলেন, ''হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সমস্ত আদালতেই বৈধতা পেয়েছে পিএম কেয়ার তহবিল। এমনকি, শিশুরাও লক্ষ্মীর ভাঁড় থেকে এতে অনুদান করেছে। নেহরু একটা তহবিল তৈরি করেছিলেন, যেটা আজ পর্যন্ত নিবন্ধিত হয়নি। আপনারা (কংগ্রেস) গান্ধী পরিবারের লাভের জন্য় ট্রাস্ট তৈরি করেন। আপনারা সোনিয়া গান্ধীকে এর চেয়ারম্য়ান করেছেন। এর তদন্ত হওয়া উচিত''।
আরও পড়ুন: কয়েক দশক ধরে যারা দেশ শাসন করেছে, তারাই কৃষকদের ভুল বোঝাচ্ছে: মোদী
তিনি আরও বলেছেন, ''১৯৪৮ সালে নেহরুজি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল তৈরির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেটার রেজিস্ট্রেশন হয়নি। কীভাবে এটা এফসিআরএ ছাড়পত্র পেল?''।
অনুরাগের মন্তব্য়ের পাল্টা অধীর চৌধুরী বলেন, নেহরু-গান্ধী পরিবারকে কালিমালিপ্ত করার জন্য় হিমাচলের ছোকরাকে ক্ষমা চাইতে হবে।
Read the full story here in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন