Advertisment

মেহুলের থেকে টাকা নিয়েছিলেন জেটলির মেয়ে-জামাই, বিস্ফোরক রাহুল

হীরে ব্যবসায়ী মেহুল চোকসির থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে ও জামাই ২৪ লক্ষ টাকা নিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সোনিয়া পুত্র। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

লোকসভা ভোটের দিনক্ষণ যত এগোচ্ছে, ততই যেন মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। রাফালে দুর্নীতির পর এবার পিএনবি কেলেঙ্কারি নিয়ে মোদি সরকারের দিকে আঙুল তুললেন কংগ্রেস সভাপতি। এবার মোদির মন্ত্রিসভার অন্যতম শীর্ষ মন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল। হীরে ব্যবসায়ী মেহুল চোকসির থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে ও জামাই ২৪ লক্ষ টাকা নিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সোনিয়া পুত্র। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছে কংগ্রেস। যা ঘিরে সরগরম দিল্লির রাজনীতি।

Advertisment

এদিন টুইটারে এমন অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন যে, জেটলির মেয়ে আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ১২১৭০৫০০৩১৬ থেকে টাকা নিয়েছেন। এমনকি, মেহুলকে দেশ ছেড়ে পালানোর অনুমতিও জেটলি দেন বলে দাবি করেছেন রাহুল। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে জেটলির পদত্যাগের দাবি জানিয়েছেন রাহুল। জেটলির ইংরেজি নামের বানানও এদিন টুইটারে ব্যাঙ্গ করে ‘Jaitlie’ লেখেন রাহুল।

এ ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা সচিন পাইলট, সুস্মিতা দেব ও রাজীব সাতভ। তাঁরা বলেছেন যে, জেটলি কন্যা সোনালি ও তাঁর স্বামী জয়েশ বক্সি ২০১৭ সালের ডিসেম্বর মাসে মেহুল চোকসির গীতাঞ্জলি জেমস লিমিটেড থেকে টাকা পেয়েছেন। সংবাদমাধ্যমে ওই কংগ্রেস নেতারা জানান,‘‘সোনালি জেটলি ও জয়েশের ফার্ম জেটলি অ্যান্ড অ্যাসোসিয়েটস ২৪ লক্ষ টাকা নিয়েছে।’’ তবে মেহুল বিদেশ পালানোর পরই ওই টাকা জেটলির মেয়ে-জামাই ফিরিয়ে দেয় বলে দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন,২০১৯-এ প্রধানমন্ত্রী পদে রাহুলের নাম ঘোষণা করেনি কংগ্রেস: চিদম্বরম

‘দ্য ওয়ার’ নামের একটি নিউজ সাইটকে এক প্রশ্নের জবাবে বক্সি বলেন যে, ব্যাঙ্ক প্রতারণার ঘটনা সামনে আসতেই বক্সিরা তাঁদের চুক্তিপত্র বাতিল করে দিই। চোকসির সংস্থার জন্য অস্থায়ী চুক্তিপত্র গ্রহণ করেছিলেন জেটলির মেয়ে-জামাই। সেই চুক্তি হিসেবেই ওই টাকা তাঁরা নিয়েছিলেন। যা পরে তাঁরা ফিরিয়ে দেন। এ অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র মীনাক্ষী লেখি বলেন, ‘‘এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। কিন্তু এটা অনেকসময়ই হয় যে, বিশদে না জেনেই আইনজীবীরা মামলা নেয়। কিন্তু এক্ষেত্রে আইনজীবী তো নিজেই জানিয়েছেন যে, যখনই তিনি কেলেঙ্কারির কথা জেনেছেন, সেই ফি তিনি ফিরিয়ে দিয়েছেন।’’

Read the full story in English

national news rahul gandhi pnb scam Mehul Choksi
Advertisment