Arvind Kejriwal AAP Meeting : প্রার্থী পিছু ১৫ কোটি! সরকার গড়তে মরিয়া বিজেপি, পদ্মশিবিরের বিরুদ্ধে কেজরির বিস্ফোরক অভিযোগ

Arvind Kejriwal AAP Meeting : দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনার এখনো একদিন বাকি। এর মাঝেই আপ এবং বিজেপির মধ্যে লড়াই অব্যাহত।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal On Naresh Balyan

অপারেশন লোটাসের ধাঁচে প্রার্থী কেনার চেষ্টা? ফলাফলের আগে কেজরিওয়ালের বিস্ফোরক অভিযোগ

Arvind Kejriwal AAP Meeting : আপ বিধায়কদের কেনার চেষ্টা! দিল্লিতে ভোট গণনার আগে প্রার্থীদের নিয়ে তড়িঘড়ি জরুরি বৈঠক কেজরিওয়ালের। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনার এখনো একদিন বাকি। এর মাঝেই আপ এবং বিজেপির মধ্যে লড়াই অব্যাহত। অরবিন্দ কেজরিওয়াল সহ অনেক আপ নেতা অভিযোগ করেছেন যে বিজেপি নির্বাচনী  ফলাফলের আগে আম আদমি পার্টির প্রার্থীদের কেনার চেষ্টা করছে। যদিও বিজেপি বলেছে নির্বাচনী ফলাফলের আগে এটা আপের 'হতাশার' লক্ষণ। 

Advertisment

'অপারেশন লোটাস'-র সম্ভাবনার আঁচ করে ক্ষমতাসীন আম আদমি পার্টি ভোটের ফলাফলের আগে সতর্ক।  এর আজ শুক্রবার দলের তরফে একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠক আজ সকাল ১১:৩০ টায় অনুষ্ঠিত হয়। কেজরিওয়াল আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সকল প্রার্থীকে  সভায় ডাকা হয়েছে। 

ভোট গণনার মধ্যে আবারও AAP এবং BJP-র মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে। আপ রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং অভিযোগ করেছেন বিজেপি নির্বাচনের ফলাফল ঘোষণার আগে আম আদমি পার্টির সাতজন প্রার্থীকে বিজেপি দল বদলের প্রস্তাব দিয়েছে। সঞ্জয় সিংয়ের মত, দলের প্রধান কেজরিওয়ালও ফলাফলের আগে বিজেপির বিরুদ্ধে আপ প্রার্থীদের কেনার চেষ্টা করার একটি বড় অভিযোগ করেছেন। কেজরিওয়াল 'এক্স'-এ দাবি করেছেন বিজেপি ১৬ জন আপ প্রার্থীকে ১৫ কোটি টাকা করে অফার করেছে। কেজরিওয়াল বলেন, 'গত ২ ঘন্টায় আমাদের ১৬ জন প্রার্থীর কাছে ফোন এসেছে। যাতে AAP ছেড়ে বিজেপিতে যোগ  দেওয়ার জন্য প্রত্যেককে ১৫ কোটি টাকা করে দেওয়ার অফার দেওয়া হয়েছে' ।

বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, “যদি বিজেপি ৫৫টিরও বেশি আসন পায়, তাহলে আমাদের প্রার্থীদের টাকার অফার দেওয়ার কী দরকার?” অন্যদিকে, বিজেপি আপের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা আপের অভিযোগকে "হতাশার" লক্ষণ বলে অভিহিত করেছেন।  তিনি বলেন, " সঞ্জয় সিংহের হয় তার অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, নয়তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত"। 

Advertisment

সাধারণ মানুষকে বিরাট স্বস্তি! ৫ বছর পর কমল রেপো রেট, কমবে EMI

Arvind Kejriwal AAP Kejriwal