Arvind Kejriwal gets bail: আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তাঁকে জামিন দেয় দিল্লির একটি আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু।
শুক্রবার তিহাড় জেল থেকে মুক্তি পাবেন তিনি। জামিনের বন্ড হিসাবে এক লক্ষ টাকা জমা করতে কেজরিওয়ালকে। এদিকে, বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৩ জুলাই পর্যন্ত কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেয়।
নিম্ন আদালতের এই রায়ের উপর ৪৮ ঘণ্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও সেই আবেদন খারিজ করেন বিচারক।
প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। জেলে বসেই সরকার চালাচ্ছিলেন তিনি। তবে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট ২১ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেয় তাঁকে। তার পর ২ জুন ফের আদালতের নির্দেশ মেনে জেলে ফিরে যান কেজরিওয়াল।
আরও পড়ুন Rahul Gandhi On Modi: দেশের শিক্ষাপ্রতিষ্ঠান হাইজ্যাকের চেষ্টা, ‘দাবাং স্টাইলে’ রাহুলের তোলপাড় ফেলা অভিযোগ
সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সর্বোচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়।