Advertisment

Arvind Kejriwal On Naresh Balyan: গুন্ডাদের দখলে দিল্লি! কেজরিওয়ালের বিস্ফোরক দাবি, নিশানায় শাহ

Arvind Kejriwal On Naresh Balyan: আপ বিধায়ক নরেশ বালিয়ানকে গ্রেফতারের একদিন পরে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal On Naresh Balyan

গুন্ডাদের দখলে দিল্লি! কেজরিওয়ালের বিস্ফোরক দাবি, নিশানায় শাহ

Arvind Kejriwal On Naresh Balyan: আপ বিধায়ক নরেশ বালিয়ানকে গ্রেফতারের একদিন পরে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো  অরবিন্দ কেজরিওয়াল বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, দিল্লির  মানুষ সন্ত্রাসের পরিবেশে বাস করছে। দিল্লি এখন গুন্ডাদের নিয়ন্ত্রণে। AAP-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে।

Advertisment

অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'গত বেশ কয়েকদিন ধরে আমি আইনশৃঙ্খলার বিষয়টি তুলে ধরছি। মানুষ আতঙ্কে আছে। মনে হচ্ছে গুন্ডারা যেন দিল্লি দখল করে নিয়েছে। রবিবার আমার ওপর হামলা হয়েছে'। দিল্লির নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। গতকাল আমার ওপর হামলা হয়েছে। হামলাকারী একটি তরল নিক্ষেপ করেছিল। যদিও সেই তরল পদার্থ মারাত্মক কিছু ছিল না, তবে সেটা মারাত্মকও হতে পারত।
 
তোলাবাজির মামলায় উত্তর নগর থেকে আম  আদমি পার্টির দুই বারের বিধায়ক নরেশ বালিয়ানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। AAP বিধায়ক বালিয়ান এবং গ্যাংস্টার কপিল সাংওয়ানের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ সামনে আসার পরে ক্রাইম ব্রাঞ্চ এই পদক্ষেপ নিয়েছে। অডিও ক্লিপে, AAP বিধায়ককে ব্যবসায়ীদের কাছ থেকে মুক্তিপণের অর্থ সংগ্রহের বিষয়ে গ্যাংস্টারের সাথে কথা বলতে শোনা গেছে।

Advertisment

৩০ নভেম্বর, বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া এবং দিল্লি ইউনিটের সভাপতি বীরেন্দ্র সচদেবা অভিযোগ করেছিলেন রাজধানীতে শাসক দলের একজন বিধায়ক গ্যাংস্টারের সাহায্যে তোলাবাজি চালিয়ে যাচ্ছেন। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেছিলেন যে বিধায়ক নরেশ বালিয়ান লোকদের হুমকি দেওয়া এবং তাদের কাছ থেকে অর্থ আদায়ের সাথে জড়িত। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি তার বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? বালিয়ানের পদত্যাগপত্র গ্রহণ না করলে ধরে নেওয়া হবে, সংগৃহীত অর্থ দল ও তার নেতাদের কাছে যাচ্ছে।

অডিওটিকে ভুয়া বলেছেন সঞ্জয় সিং

যদিও আপ সাংসদ সঞ্জয় সিং বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি অডিও ক্লিপটিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন। সঞ্জয় সিং বলেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে আইনশৃঙ্খলার অবনতি এবং ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। এসব অপরাধ বন্ধ না করে বিজেপি ও অমিত শাহ কেজরিওয়ালকে থামানোর চেষ্টা করছে। 

Arvind Kejriwal
Advertisment