/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Election.jpg)
আত্মপ্রকাশেই বাজিমাত নতুন দলের।
আজ দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ। অন্যদিকে এক দফাতেই আজ ভোট পঞ্জাবে। সকাল ৮টা থেকে দুই রাজ্যের মোট ১৭৬টি কেন্দ্রে শুরু ভোটগ্রহণ। দুই রাজ্যেই আজ ভাগ্য নির্ধারণ একাধিক হেভিওয়েটের। উত্তর প্রদেশে আজ মুলায়ম-পুত্র অখিলেশ যাদবের কেন্দ্রে নির্বাচন। অন্যদিকে, পঞ্জাবে আজ ভোট ময়দানে বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু-সহ তাবড় রাজনীতিবিদ।
পঞ্জাবে এবার জোর লড়াই। ক্ষমতাসীন কংগ্রেস, আপ, এসএডি-বিএসপি জোট, বিজেপি-পিএলসি-এসএডি (সংযুক্ত) এবং সংযুক্ত সমাজ মোর্চার মধ্যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। পঞ্জাবে আজ ২ কোটি ১৪ লক্ষেরও বেশি ভোটার ৯৩ মহিলা-সহ মোট ১৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
আজ পাঞ্জাবে ভাগ্য নির্ধারণ বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদের দাবিদার মুখ ভগবন্ত মান, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, প্রকাশ সিং বাদল এবং শিরোমনি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলদের।
আরও পড়ুন- রাত পোহালেই ভোট, তার আগে চরম বিপাকে কেজরিওয়াল, গ্রেফতারির সম্ভাবনা
অন্যদিকে, গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আজ তৃতীয় দফার নির্বাচন। মোট সাত দফার নির্বাচনের এই তৃতীয় পর্বে রবিবার মোট ৬২৭ জনের ভাগ্য নির্ধারণ হবে। এদিন ২ কোটি ১৫ লক্ষেরও বেশি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের এই পর্বে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ময়নপুরি জেলার কারহাল বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কারহাল থেকে কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেলকে দাঁড় করিয়েছে বিজেপি। এই পর্বে উত্তর প্রদেশের হাথরাস, ফিরোজাবাদ, ইটা, কাসগঞ্জ, ময়নপুরি, ফারুখাবাদ, কানপুর, দেহাত, কানপুর নগর, কনৌজ, ইটাওয়া, আউরাইয়া, ললিতপুর, হামিরপুর, জালাউন, ঝাঁসি এবং মাহোবা কেন্দ্রগুলিতে নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
Read story in English