Advertisment

Maharashtra-Jharkhand Assembly Elections: মহারাষ্ট্রে বিজেপির অগ্নিপরীক্ষা, ঝাড়খন্ডে ক্ষমতার রাশ কার হাতে?

Maharashtra-Jharkhand Assembly Elections: সকাল ৭টা থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভার ভোটগ্রহণ। মহারাষ্ট্রে ২৮৮ বিধানসভার জন্য আজ সকাল থেকে চলছে ভোটগ্রহণ। অপরদিকে ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে আজ দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra-Jharkhand Assembly Elections

চলছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভার ভোটগ্রহণ।

Maharashtra-Jharkhand Assembly Elections: সকাল ৭টা থেকে শুরু হয়েছে  মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভার ভোটগ্রহণ। মহারাষ্ট্রে ২৮৮ বিধানসভার জন্য আজ সকাল থেকে চলছে ভোটগ্রহণ। অপরদিকে  ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে আজ দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ। 

Advertisment

মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসন এবং ঝাড়খণ্ডের ৩৮টি আসনে আজ ভোট হচ্ছে। মহারাষ্ট্রে, মহাযুতি (একনাথ শিন্ডের শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি) সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে এমভিএ (উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং কংগ্রেসের) সঙ্গে। অন্যদিকে  ঝাড়খণ্ডে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি,  প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো সহ অনেক হেভিওয়েটের ভাগ্য আজ নির্ধারিত হতে চলেছে। দুই রাজ্যে নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ও প্রশাসন। স্পর্শকাতর বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

নির্বাচনের দিন মুম্বই এবং রাজ্যের অন্যান্য শহরে 'ড্রাই ডে' থাকবে।  নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, পুরো রাজ্যে ভোট শেষ হলেই এক্সিট পোলের ফলাফল সামনে আসবে। সেই নির্দেশিকা অনুসারে ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার এক্সিট পোল প্রকাশিত হবে। 

মহারাষ্ট্রের ২৮৮ টি আসনের জন্য এক দফায় ভোট হচ্ছে। রাজ্যের ২৮৮ টি আসনের জন্য মোট ৪১৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে  নির্বাচনে অংশ নেওয়া মোট প্রার্থীর সংখ্যা ২০১৯ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর চেয়ে ২৮ শতাংশ বেশি। রাজ্যের একাধিক হেভিওয়েৎ নেতার আজ ভাগ্য নির্ধারণ। তার মধ্যে রয়েছেন শারদ পাওয়ার, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে,  উদ্ধব ঠাকরে, ডেপুটি সিএম অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ।

উত্তর ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু! পুলিশি তদন্তে গ্রেফতার এক মহিলা

ঝাড়খণ্ডের মোট ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৩৮টিতে আজ ভোটগ্রহণ চলছে। এখানে প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হয়েছে। দ্বিতীয় এবং চূড়ান্ত পর্বে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার স্ত্রী কল্পনা সোরেন (উভয় জেএমএম) এবং বিরোধী নেতা অমর কুমার বাউরি (বিজেপি) সহ ৫০০-এর বেশি প্রার্থী ভোটের ময়দানে অংশ নিয়েছেন।

ভোট দেওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নাগরিকদের উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এক্স-এ এক পোস্টে লিখেছেন, আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সমস্ত আসনে ভোট হবে। আমি রাজ্যের ভোটারদের পূর্ণ উদ্যমের সঙ্গে গণতন্ত্রের শক্তিশালী উৎসবে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। 

এদিকে এর পাশাপাশি আজ উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা আসনের উপনির্বাচন। এর পাশাপাশি পাঞ্জাবের ৪টি বিধানসভা আসনের উপনির্বাচন আজ। কেরল ও উত্তরাখণ্ডের একটি করে বিধানসভা আসনের উপনির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মহারাষ্ট্রের একটি লোকসভা আসনের ( নান্দেড ) জন্য সকাল থেকে চলছে ভোটগ্রহণ।  

Election jharkhand Maharashtra
Advertisment