Advertisment

West Bengal News Live: ব্যাপক জনরোষে অসিত মজুমদার, চুঁচুড়ার তৃণমূল বিধায়ককে দেখেই রেগে কাঁই স্থানীয়রা

West Bengal News Live Updates Today 20 Nov, 2024: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা গুরুত্বপূর্ণ খবরের আপডেট। রাজনীতি থেকে শুরু করে অন্যান্য সব ঘটনার একেবারে টাটকা আপডেট জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West Bengal Live: জনসংযোগে বেরিয়ে ব্যাপক জনরোষে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

Breaking News in West Bengal Live: রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

West Bengal Breaking News Live Updates: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল বাংলায়। কেন্দ্র রাজ্যকে ওই খাতে টাকা দেওয়া বন্ধ করতে এবার পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনায় পাকাবাড়ি তৈরির টাকা দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষার কাজ চলছে রাজ্য জুড়ে। এক্ষেত্রেও উঠছে দুর্নীতির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে অবশ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এলাকার বেশ কিছু তৃণমনূল নেতা-সহ অন্যদের বিরুদ্ধে। এলাকার তাবড় কয়েকজন তৃমূল নেতা-সহ মোট ২৭ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে থানায়। 

Advertisment

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী কিংবা পুলিশমন্ত্রী করার মন্তব্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উপর বেজায় চটেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সাফ কথা, "আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলেন তাদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে একটা নির্বাচন জিতে দেখান।" তবে শুধু ফিরহাদ হাকিম নন, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে পথ চলা শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির মতো নেতারাও চটেছেন।

অন্যদিকে, রাজধানী দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার দূষণ। যা নিয়ে ঘোর উদ্বেগে পরিবেশবিদরা। ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক এলাকায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়ে গিয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা, শীতের শুরুতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে কলকাতার অবস্থা আগামী কয়েক সপ্তাহে আরও ভয়াবহ হতে পারে। পরিবেশবিদদের একাংশের পরামর্শ, "এখনই ১৫ বছরের বেশি বাণিজ্যিক ব্যবহারের গাড়িগুলোকে বদল করে ফেলতে হবে।"

  • Nov 20, 2024 17:46 IST
    West Bengal News Live: ব্যাপক জনরোষে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

    লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে দুয়ারে বিধায়ক কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল বিধায়ক। আর তাতেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল বিধায়ককে। ব্যাপক জনরোষে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক শুধু ভোটের সময় আসেন, বাকি সময় নেই বলে অভিযোগ স্থানীয়দের। 



  • Nov 20, 2024 16:08 IST
    West Bengal News Live: ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ভাগ্য!

    পার্থ চট্টোপাধ্যায়দের কাছে এ যেন তীরে এসে তরী ডোবার মতো ঘটনা। দুর্গাপুজোর আগেই জামিন আবেদনের শুনানি পর্ব মিটে গিয়েছিল। আজ ছিল রায়দান। কিন্তু রায়দানের সময় দুই বিচারপতির দুই মত থাকায় বিপত্তি বাধে। এক বিচারপতি সকলের জামিন মঞ্জুর করলেও বেঁকে বসলেন অন্য বিচারপতি। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মামলা গেল কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতির বেঞ্চে।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ভাগ্য! পাঁচ জনের মামলা যাচ্ছে তৃতীয় বেঞ্চে



  • Nov 20, 2024 13:01 IST
    West Bengal News Live: কৃষ্ণনগরে বাধা সুকান্তকে

    মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।। তবে নদিয়ার কৃষ্ণনগরে তাঁর কনভয় পৌঁছোতেই সুকান্তকে আটকে দেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। পরে সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ।

    west bengal news live Sukanta Majumdar: পশ্চিমবঙ্গের খবর সুকান্ত মজুমদার
    কৃষ্ণনগরে সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বচসায় কেন্দ্রীয় মন্ত্রী।



  • Nov 20, 2024 12:51 IST
    মহারাষ্ট্রে বিজেপির অগ্নিপরীক্ষা, ঝাড়খন্ডে ক্ষমতার রাশ কার হাতে?

    সকাল ৭টা থেকে শুরু হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভার ভোটগ্রহণ। মহারাষ্ট্রে ২৮৮ বিধানসভার জন্য আজ সকাল থেকে চলছে ভোটগ্রহণ। অপরদিকে ঝাড়খণ্ডের ৩৮টি বিধানসভা আসনে আজ দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ।



  • Nov 20, 2024 12:45 IST
    West Bengal News Live: হাইকোর্টে আজ ভাগ্য পরীক্ষা পার্থর

    নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর ছুটির আগেই জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা-সহ অন্যরা। আজ বুধবার সেই আবেদনের রায়দান। পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন? সেদিকেই নজর।



  • Nov 20, 2024 12:41 IST
    West Bengal News Live: দানা বাঁধছে ঘূর্ণিঝড়! তছনছ হবে বাংলা?

    এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে বাংলা জুড়ে ঠাণ্ডার আমেজ। এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা শুনিয়েছে দিল্লির মৌসম ভবন। ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আন্দামান সাগরে। সেই ঘূর্ণাবর্ত তীব্র শক্তি ধরলে শেষমেষ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকী সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। সেটি ঘূর্ণিঝড়ের পরিণত হলেও শেষমেষ সেটি আগামী ২৬ এবং ২৭ নভেম্বর নাগাদ শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবার ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ফিনজাল।



  • Nov 20, 2024 12:15 IST
    West Bengal News Live: কুন্তলের জামিন

    ইডির দায়ের করা মামলায় এবার জামিন পেয়ে গেলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। বুধবার শর্তসাপেক্ষে যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কুন্তলকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ আদালতের। তবে জামিন মিললেও আপাতত জেল মুক্তি ঘটছে না কুন্তল ঘোষের।

    বিস্তারিত কমেন্টে-Kuntal Ghosh: কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি কুন্তলের! ED-র মামলায় শর্তসাপেক্ষে মিলল জামিন



  • Nov 20, 2024 11:45 IST
    West Bengal News Live: আবাস দুর্নীতি নিয়ে মারাত্মক অভিযোগ!

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ আবারও প্রকাশ্যে এসেছে। প্রকৃত উপভোক্তার টাকা অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা তুলে নিয়ে ইতিমধ্যেই সেই মহিলা বাড়িও করে ফেলেছেন। গোটা ঘটনায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বঞ্চিত উপভোক্তা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নামখানার।

    বিস্তারিত কমেন্টে-PM Awas Yojana: অন্যের আবাস যোজনার টাকায় দিব্যি ঘরবাড়ি! তৃণমূল নেতাকেই দুষছেন বঞ্চিত প্রকৃত উপভোক্তা



  • Nov 20, 2024 10:54 IST
    West Bengal News Live: কেমন আছেন জ্যোতিপ্রিয়? জানতে চাইল ED

    ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাঁকে ইডি গ্রেফতার করেছিল। সম্প্রতি জেলেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রেসিডেন্সি জেল থেকে সোজা ওই বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। ইডির দাবি, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই জ্যোতিপ্রিয় মল্লিককে ওই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে জেল কর্তৃপক্ষ। এখন কেমন আছেন জ্যোতিপ্রিয়? তা জানতে চেয়েও ওই বেসরকারি হাসপাতেল চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 



  • Nov 20, 2024 10:23 IST
    West Bengal News Live:ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুতে ধৃত মহিলা

    দিন কয়েক আগেই উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। তারও আগে কয়েকদিন 'নিখোঁজ' ছিলেন ওই ব্যক্তি। যে রাতে বাড়ি ফেরেন তার পরের দিন সকালে বাড়ির চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে মিলেছিল একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটের সূত্র ধরেই এক মহিলাকে এবার গ্রেফতার করল পুলিশ। ধৃত মহিলাকে দফায় দফায় জেরা তদন্তকারীদের।



  • Nov 20, 2024 10:12 IST
    West Bengal News Live: কলকাতার দূষণ উদ্বেগ বাড়াচ্ছে

    শীতের শুরুতেই শহর কলকাতায় দূষণ বাড়ছে। ইতিমধ্যেই কলকাতা শহরের দূষণের মাত্রা বিভিন্ন জায়গায় ২০০ ছাড়িয়ে গিয়েছে। যার জেরে ঘোর উদ্বেগে পরিবেশবিদরা। তাঁদের অনেকের মতে শীতের শুরুতেই যদি কলকাতা শহরের দূষণের মাত্রা এমন পরিস্থিতিতে পৌঁছোয় তাহলে ভরা শীতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা ছড়িয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Pollution: রাজধানী দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতা! মহানগরীর দূষণ নিয়ে উদ্বেগ এবার চরমে



  • Nov 20, 2024 08:55 IST
    West Bengal News Live: মন্দারমণি নিয়ে বিরাট রাফ & টাফ মমতা!

    মন্দারমণির ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তবে মন্দারমণিতে শতাধিক হোটেল ভেঙে ফেলা হলে রাজ্যের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু মানুষের রুজিরুটি অনিশ্চিত য়ে পড়বে। এমন পরিস্থিতিতে মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, রাজ্যের সঙ্গে আলোচনা না করে একটি হোটেলও ভাঙা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

    বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: মন্দারমণি নিয়ে বিরাট রাফ & টাফ মমতা! শতাধিক হোটেল ভাঙা নিয়ে বিশাল পদক্ষেপ মুখ্যমন্ত্রীর



  • Nov 20, 2024 08:53 IST
    West Bengal News Live: শীতের প্রথম স্পেলই হাড় কাঁপাবে?

    নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠান্ডার অনুভূতি রাজ্যের শহর থেকে জেলায়। মঙ্গলবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমেছে। বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে সকালের দিকে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ নতুন করে নামার সম্ভাবনা কম। জাঁকিয়ে শীত কবে থেকে পড়তে পারে সেব্যাপারেও কিছু জানায়নি আবহাওয় দফতর।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: জেলায়-জেলায় নামছে পারদ! শীতের প্রথম স্পেলই হাড় কাঁপাবে?



Bengali News Bengali News Today West Bengal News
Advertisment