সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে উপনির্বাচন চলছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এক ফাঁকে ভোট কেন্দ্রে দাঁড়িয়েই গাইলেন ‘রিম ঝিম ঝিম বৃষ্টিতে, আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে’। কেন হঠাই ভোট ময়দানে মান্না দে-র গান জোড়া-ফুল প্রার্থীর মুখে?
পলকে বাবুলের জবাব, 'সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে এভাবে গান গেয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।' তৃণমূল প্রার্থীর দাবি, 'সুব্রতদা রাজ্যের অন্যতম সিনিয়ান লিডার ছিলেন। তাঁর কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটারদের উচিত বেশি বেশি করে ভোট দেওয়া। বেশি ভোট পড়লেই তাঁকে প্রকৃত সম্মান জানানো হবে।'
উপনির্বাচনে এমনিতেই ভোটের হার কম হয়। তার মধ্যেই বালিগঞ্জের সংখ্যালঘু ভোটারদের একাংশ তৃণমূলের সমর্থক বাব অনুগামী হলেও প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাহলে কম ভোটে বিপদের আশঙ্কা করছেন বাবুল? এ নিয়ে অবশ্য কোনও জবাব মেলেনি তাঁর কাছ থেকে।
বাবুল সুপ্রিয় আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন। সেই সময়ই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সূচনা হয়। সেই প্রকল্প তাঁর জন্যই হয়েছে বলে দাবি করেছেন পদ্ম ফেরৎ বালিগঞ্জের জোড়াফুলের প্রার্থী বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন- Live: বারাবনিতে একজনের হয়ে ভোট দিচ্ছেন অন্যজন, পদক্ষেপ কমিশনের, সরানো হল প্রিসাইডিং অফিসারকে