Ayushman Bharat Yojana: কল্যাণী AIIMS-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন Cardiac cath Lab, Heart Lungs Machine and Pradhan Mantri Jan Aushadhi Pariyojana। আর সেই সঙ্গে দীপাবলির আগে পশ্চিমবঙ্গ এবং দিল্লির প্রবীণ বাসিন্দাদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অতিশীর অসহযোগিতার কারণে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প সেখানে কার্যকর হচ্ছে না।
মোদী মঙ্গলবার বলেন, 'আমি দিল্লির ৭০ বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ মানুষ এবং পশ্চিমবঙ্গের ৭০ বছরের ঊর্ধ্বে সকল প্রবীণ মানুষদের কাছে ক্ষমাপ্রার্থী যে আমি আপনাদের সেবা করতে পারব না। আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি জানি তাঁরা কেমন আছেন, সেই তথ্য আমি সংগ্রহ করি, কিন্তু আপনাদের সাহায্য করতে পারব না। এর কারণ হল দিল্লি এবং পশ্চিমবঙ্গের সরকার আয়ুষ্মান যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে না।'
তিনি আরও বলেছেন, 'রাজনৈতিক স্বার্থে নিজেদের রাজ্যের অসুস্থ মানুষদের কষ্টে রাখার প্রবণতা যেকোনও মানবিক মনোভাবের বিরোধী এবং তাই আমি পশ্চিমবঙ্গের প্রবীণ মানুষদের কাছে ক্ষমাপ্রার্থী, দিল্লির প্রবীণ মানুষদের কাছেও ক্ষমাপ্রার্থী। দেশের মানুষদের সেবা করার ইচ্ছা আমার আছে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থার দেওয়াল আমাকে দিল্লি এবং পশ্চিমবঙ্গের প্রবীণ মানুষদের সেবা করতে বাধা দিচ্ছে।'
মোদী সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে ৫৫ কোটি মানুষকে নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। কিন্তু বাংলা ও দিল্লি সরকার এখনও এই প্রকল্পে যোগ দেয়নি। তাই এখনও পর্যন্ত ৩৫ কোটি ৩৬ লক্ষ মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। এমনটা গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্টে অভিযোগ করা হয়েছিল।