Advertisment

'দলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল', বললেন মমতা

মমতার কথায়, ‘ওল্ড ইজ ওলওয়েজ গোল্ড’, তাই তৃণমূলে ফিরে এসেছেন মুকুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Back to tmc Mukul Roy found peace of mind says mamata banerjee

৩ বছর ৯ মাসের ব্যবধান। ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায়।

৩ বছর ৯ মাসের ব্যবধান। ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তাঁকে স্বাগত জানিয়ে তৃণমূল সুপ্রিমো জানালেন 'ঘরের ছেলে ঘরে ফিরলো'। শুরুতেই একদা দলের সেকেন্ড ইন কমান্ড প্রসঙ্গে 'দিদি'র এই মন্তব্যই যেন মুকুলের প্রতি মমতার সুর বেঁধে দিয়েছিল। তৃণমূল সুপ্রিমো সাফ জানালেন, 'দলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল। ওল্ড ইজ ওলওয়েজ গোল্ড।'

Advertisment

কী বললেন মমতা?

সপুত্র এ দিন তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল মুকুল রায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পড়িয়ে মুকুল-শুভ্রাংশুকে স্বাগত জানান। এরপরই মুকুলের দলে ফেরার প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মুকুল পুরনো ছেলে। বিজেপিতে মুকুল ভাল ছিল না। ওর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল। এখানে এসে মুকুল শান্তি পেল।'

বিজেপিতে মুকুলকে এজেন্সির ভয় দেখানো হচ্ছিল বলেও মন্তব্য করেছেন মমতা। তাঁর দাবি, বিজেপি নির্দয় দল। তাই বিজেপি করা যায় না। মমতার কথায়, ‘ওল্ড ইজ গোল্ড’, মুকুলের সঙ্গে তাঁর আদর্শগত ফারাক কখনও হয়নি। তাই দলে ফিরে এসেছেন মুকুল।

আরও পড়ুন- নির্বাচনে মুকুল আমাদের দল বিরোধী কথা বলেনি: মমতা

'মুকুল নরমপন্থী, ভোটের সময় আমাদের দলের বিরুদ্ধে একটা কথাও বলেননি।' তাই পদ্ম ছেড়ে তৃণমূলে ভিড়তে পারলেন মুকুল। সাফ জানিয়েছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে দলবদলের তালিকায় যে আরও অনেকের নামই জুড়বে, সেই সম্ভাবনা উজ্জ্বল। যা মেনে নিয়েছেন খোদ মমতাও। তবে কারা তৃণমূলে স্থান পাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ' আরও অনেকেই আসবে। কবে আসবে, সেটা জানানো হবে। তবে যাঁরা ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর সোচ্চার ছিলেন তাঁদের আর ফেরানো হবে না।' অর্থাৎ বিজেপি অথবা অন্য দলের নরমপন্থীদের জন্যই শুধু ঘাস-ফুলের দরজা খোলা থাকবে বলে পরিষ্কার করে দিয়েছেন মমতা।

আরও পড়ুন- “মুকুলবাবু কি বাচ্চা ছেলে যে ওনাকে ভয় দেখানো হবে”, মমতাকে খোঁচা জয়প্রকাশের

মুকুলের দলবদলে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে সামনে এসেছে সারদা-নারদা প্রসঙ্গ। এ প্রশ্নের জবাবে মমতা সুর চড়িয়ে বলেন, ‘মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছে, এটাই ফাইনাল। বিজেপি যা করে আমরা তা করি না। ভয়ে নয়, নিজের ইচ্ছেয় ফিরে এসেছে মুকুল। বিজেপি সাধারণ মানুষের দল নয়, জমিদারদের দল, এজেন্সির দল। এজেন্সিগুলো বিজেপির মুখপাত্র।'

আরও পড়ুন- Mukul Roy Joins TMC: বিজেপির ইন্দ্রপতন, মমতার উপস্থিতিতে তৃণমূলে ‘ঘরওয়াপসি’ সপুত্র মুকুলের

তৃণমূলে 'চাণক্য' বলে পরিচিত ছিলেন মুকুল রায়। দল ভোটে ব্যাপক সাফল্য পেয়েছেন। কিন্তু জোড়া-ফুলে ওই তকমা এখনও পাননি। তাই তো এদিনও নেত্রী মুকুলের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা বলেছেন। মুকুলের প্রতি যে তাঁর আস্থা এখনও নড়েনি এ দিন একদা সেকেন্ড ইন কমান্ডের ঘরওয়াপসিতেই সেই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee mukul roy
Advertisment