ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত এলাকা পরিদর্শন ঘিরে শাসক-বিরোধী সংঘাতে সরগরম বঙ্গ রাজনীতি। শনিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যা ঘিরে উত্তেজনা ছড়ায় গড়িয়ার কাছে ঢালাই ব্রিজ এলাকায়। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্য়ে বচসা বেধে যায়। পুলিশি বাধার প্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দিলীপ। বিজেপি সভাপতির বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের ফিরহাদ হাকিম।
ঠিক কী ঘটেছে?
আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশে রওনা দিয়েছিলেন দিলীপ ঘোষ। ক্য়ানিং ও বাসন্তী এলাকা পরিদর্শন করার কথা ছিল তাঁর। পাশাপাশি ঝড়ে বিধ্বস্ত ওই এলাকায় ত্রাণ সরবরাহের কথা ছিল বিজেপি সাংসদের। কিন্তু শনিবার সকালে গড়িয়ার কাছে ঢালাই ব্রিজের সামনে দিলীপের গাড়ি আটকে দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেধে যায়। এলাকা পরিদর্শনে যেতে না দিলে, ধর্নায় বসারও হুমকি দেন দিলীপ।
আরও পড়ুন: ত্রাণের টাকা নিয়ে ‘সংশয়’ দিলীপের, প্রাপকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার আবেদন
এ ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য় সভাপতি ক্ষোভের সুরে বলেছেন, ''জানি না কেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আমায় আটকানো হল। তৃণমূল নেতারা ওইসব এলাকায় যাচ্ছেন, ত্রাণও বিলি করছেন। পুলিশ তখন তাঁদের আটকাচ্ছে না। বিজেপি নেতাদের জন্য় আলাদা আইন। রাজ্য় সরকার যদি ত্রাণ নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে তারা আমাদের কর্মীদের থেকে উপযুক্ত জবাব পাবে''।
দিলীপ ঘোষকে আটকানোর বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: মমতার পাশে মোদী, আমফান বিধ্বস্ত বাংলা পুনর্গঠনে হাজার কোটি সাহায্য়
দিলীপ ঘোষকে বিঁধে কলকাতার মেয়র তথা রাজ্য়ের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ত্রাণ বিলি নিয়ে বিজেপি রাজনীতি করছে।
উল্লেখ্য়, আমফানে বিধ্বস্ত বাংলার পুনর্গঠনে হাজার কোটির অর্থ সাহায্য়ের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শুক্রবার রাজ্য় পরিদর্শনে এসে আমফানে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী। এ প্রসঙ্গে দিলীপ বলেছেন, “পশ্চিমবঙ্গকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি যে প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি যেন ত্রাণের টাকা জমা করে দেওয়া হয়''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন