মণীশ শুক্ল খুনের ঘটনা পুলিশের বিরুদ্ধে তোপ দেগে 'নিরপেক্ষ তদন্ত' নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। রাজ্যপালের দাবি, স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে এই খুনের ঘটনার তদন্ত হওয়া উচিত। সোমবার সন্ধ্যা নিহত বিজেপি যুব নেতার দেহ রাজভবনে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে চারজন প্রতিনিধি গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই টুইটে নিজের দাবি জানান ধনকড়।
Criminal Jurisprudence Principles thoroughly sacrificed @WBPolice @MamataOfficial An all out effort to cover up and fishing for alibis.
The manner of this dastardly act calls for focus on all angles including terror.
West Bengal Police far distanced from fair investigation. https://t.co/fif0dPrZjP
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
Criminal Jurisprudence Principles thoroughly sacrificed @WBPolice @MamataOfficial An all out effort to cover up and fishing for alibis.
The manner of this dastardly act calls for focus on all angles including terror.
West Bengal Police far distanced from fair investigation. https://t.co/fif0dPrZjP— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2020
5, 2020
রবিবার টিটাগড় থানার কাছেই গুলি করে খুন করে হয় সাংসদ অর্জুন সিং ঘনিষ্ট বিজেপি নেতা মণীশ শুল্ককে। তারপরই উত্তাল হয়ে ওঠে ব্যারাকপুর অঞ্চল। তৃণমূলের দুষ্কৃতীরাই দলের যুব নেতাকে খুন করেছে বলে দাবি বিজেপির। এই ঘটনার তদন্তভার রাজ্য সিআইডিকে দিলেও তাতে খুশি নয় পদ্ম শিবির। সিবিআই তদন্তের দাবি করছে পদ্ম শিবির। সোমবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন সাংসদ অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও নিহত মণীশের বাবা। সেখানেও তাঁদের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়।
এরপরই রাজ্যপাল টুইটে লেখেন, 'প্রতিনিধিদলের কথা অনুসারে এটা একটা পরিকল্পত রাজনৈতিক খুন। ষড়যন্ত্র করে এই খুন করা হয়েছে। তাই স্বাধীন বিশেষজ্ঞ দিয়ে এই খুনের তদন্ত প্রয়োজন।'
Tearful Chandra Mani Shukla father of 39 year ony son Manish pleaded for fair investigation.
Slain Munish, an advocate, had multiple bullet injuries in head.
According to delegation it is a targeted polical killing as hatched conspiracy and calls for independent expert probe. pic.twitter.com/krtdjeLhcC
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
Tearful Chandra Mani Shukla father of 39 year ony son Manish pleaded for fair investigation.
Slain Munish, an advocate, had multiple bullet injuries in head.
According to delegation it is a targeted polical killing as hatched conspiracy and calls for independent expert probe. pic.twitter.com/krtdjeLhcC— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2020
5, 2020
রবিবারের খুনের ঘটনার পরই সোমবার সকালে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজিকে তবল করেছিলেন রাজ্যপাল ধনকড়। তবে তাঁরা রাজভবনে যাননি। আলোচনার জন্য মুখ্যমন্ত্রীও তাঁর ডাকে সাড়া দেননি বলে অভিযোগ করেন তিনি। যা নিয়ে টুইটেই নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল। পরে অবশ্য জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্যের বর্তমান 'উদ্বেগজনক পরিস্থিতি' নিয়ে সতর্ক করেন রাজ্যপাল।
Conveyed my concern of the present alarming scenario @MamataOfficial to the new Chief Secretary.
Am sure Chief Minister would be indicated all these critical aspects that run down democratic governance and lawlessness.
Political violence and targeted killings must stop.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
Conveyed my concern of the present alarming scenario @MamataOfficial to the new Chief Secretary.
Am sure Chief Minister would be indicated all these critical aspects that run down democratic governance and lawlessness.
Political violence and targeted killings must stop.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 5, 2020
5, 2020
মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে টুইটে জগদীপ ধনকড় লেখেন, 'রাজ্যের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মুখ্যসচিবকে জানিয়েছি। আমার বিশ্বাস রাজ্যের অধঃপাতগামী প্রশাসন ও অরাজকতার দিকে নজর দেবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা ও খুন বন্ধ বওয়া দরকার।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন