Advertisment

'বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে লাগে গরু-কয়লা পাচারের টাকা', বিস্ফোরক দিলীপ

গরুপাচারকাণ্ডে মঙ্গলবারই দেবকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই গোয়েন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh censored from talking to media by BJP central leaders

দিলীপ ঘোষ।

বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। গরুপাচারকাণ্ডে মঙ্গলবারই দেবকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই গোয়েন্দারা। এই প্রসঙ্গেই মুখ খোলেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি। সাফ বলেন, 'মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাগে দাউদ ইব্রাহিমের টাকা। কিন্তু পশ্চিম বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে গরু ও কয়লা পাচারের টাকা লাগে সেটাও এখন জানা যাচ্ছে।'

Advertisment

তবে দিলীপবাবু নিজেই স্বীকার করেছেন যে, সিবিআই ডেকেছে মানেই তিনি দোষী এমনটা নয়। একই সঙ্গে দেবকে উদ্দেশ্য করে দিলীপবাবু বলেন ,’সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে তিনি নিজেকে নির্দোষ সাব্যস্ত করবেন। সিবিআই যে তথ্য চাইবে সেটাও দিয়ে দেওয়া উচিত। জনপ্রতিনিধি হিসাবে এটা তিনি করবেন বলে বিশ্বাস করি।'

আরও পড়ুন- গরু পাচারকাণ্ডে দীর্ঘ জেরা তৃণমূল সাংসদকে, এনামুল নিয়ে CBI-কে কী বললেন দেব?

গরু পাচারকাণ্ড নিয়ে সিবিআই এর তদন্তকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিম বাংলায় বালি,কয়লা,পাথর,গরু পাচারে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা সবাই জানে। দোষীরা যাতে সাজা পায় তার চেষ্টা বহু বছর ধরে আমরা করছিলাম। এখন সিবিআই ,ইডি সেটাই করছে। আমরা চাই যত বড় বড় অপরাধী বাংলার রাজনীতিকে কলুষিত করেছে তারা সবাই শাস্তি পাক। এছাড়াও চাই সারা বছর এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী সক্রীয় থেকে সমস্ত দোষীকে ধরুক। কারণ এই রাজ্যে পুলিশের উপরে কারোর ভরসা নেই। পুলিশের সামনেই অপরাধ হয়। তা নাহলে পুলিশের সামনে গুরু ,কয়লা ,বালি পাচার হচ্ছে কি করে? বাংলা যাতে অপরাধ মুক্ত হয় তার জন্যেই কেন্দ্রীয় বাহিনী দরকার।' বিজেপি নেতাদের বারে বারে আদালতে দরবার করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এই রাজ্যের সরকার,পুলিশ কেউ কোনও কথা শোনে না। রাজ্য পালের কথাও শোনে না। এই পরিস্থিতিতে কোর্টই এক মাত্র রাস্তা। তাই আমরা কোর্টে যেতে বাধ্য হয়েছি।'

বিজেপি নেতা দিলীপ ঘোষের এই সব মন্তব্য কে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু। তিনি বলেন, 'শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দিলীপ ঘোষ বাংলার ভাবমূর্তি ও বাংলা চলচ্চিত্র জগৎতের সুনাম নষ্ট করতে চাইছেন। বাংলার মানুষ বিজেপিকে কোন দিনও ক্ষমা করবে না।'

bjp tollywood dilip ghosh Coal Smuggling Cow Smuggling
Advertisment